দেশবাসীর সুবিধার্থে কেন্দ্রের বড় ঘোষণা! একদম ফ্রিতে রান্নার গ্যাস দেবে মোদি সরকার

দেশজুড়ে জারি লকডাউন। কর্মহীন হয়ে পড়েছে দেশের কোটি কোটি মানুষ। সবচেয়ে কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে গরিব শ্রেণীর মানুষ। তাদের সুবিধার্থে বড়সড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার। দেশের গরিব মানুষদের তিনটি করে গ্যাস সিলিন্ডার ফ্রিতে সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
এবিষয়ে গতকাল মঙ্গলবার, এলপিজি ডিস্ট্রিবিউটরদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডার পাবে প্রধানমন্ত্রীর গরিব যোজনার আওতায় থাকা ব্যক্তিরা।
The Union Minister appealed to them to proactively reach out&maximise delivery of three free LPG cylinders to PMUY beneficiaries under PradhanMantriGaribKalyanYojana announced for poor to help them fight the battle against the #COVID19 pandemic: Ministry of Petroleum&Natural Gas https://t.co/kvbJF7MB96
— ANI (@ANI) April 22, 2020