দেশবাসীর জন্য বড়সড় ঘোষণা মোদী সরকারের! উপকৃত হবেন কোটি কোটি মানুষ

Advertisement

বিশ্বের অন্যান্য দেশের মত ভারতেও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনার চিকিৎসা নিয়ে রীতিমতো আতঙ্কে কোটি কোটি মানুষ। দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দিলো কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে মোদী সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের অন্তর্গত প্রায় ৫০ কোটি মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। এছাড়াও করোনার নমুনা পরীক্ষা করার ক্ষেত্রেও দিতে হবে না কোনো টাকা। সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা প্রদান করবে সরকার।

Advertisements

গতকাল, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এখন থেকে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের অন্তর্গত থাকা ৫০ কোটি মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন। দেশের যেসব বেসরকারি ল্যাব এবং হাসপাতাল এই প্রকল্পের অন্তর্গত রয়েছে, সেখানেও এই সুবিধা মিলবে একদম বিনামূল্যে। এই ঘোষণা অনুসারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের স্বাস্থ্যমন্ত্রী ড.হর্ষবর্ধন এক টুইট বার্তায় বলেন, “৫০ কোটির ও বেশি নাগরিক এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা ও চিকিৎসা করতে পারবেন।”

Advertisements

Related Articles