দেশবাসীর জন্য জরুরি ঘোষণা! “1921′ এই নম্বর থেকে কল এলে অবশ্যই ধরুন

সম্প্রতি কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাস নিয়ে দেশের পরিস্থিতি জানতে এক নয়া উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্রের পক্ষ থেকে করোনা সম্পর্কিত সঠিক তথ্য ছড়িয়ে দিতে ডিজিটাল মাধ্যমে প্রচারকে হাতিয়ার করা হয়েছে। এই উদ্যোগে করোনা ভাইরাস নিয়ে নাগরিকদের মতামত কি তা জানতে 1921 নম্বর থেকে ফোন যাবে দেশের বিভিন্ন প্রান্তে নাগরিকদের কাছে। ফোন করবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক (MoHFW)। ফোনটি তুলে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত দিতে অনুরোধ করেছে কেন্দ্র।
এর সাথে সর্তকও থাকতে বলা হচ্ছে দেশের নাগরিকদের। 1921 বাদে অন্য কোনও নম্বর থেকে এই উদ্দেশ্যেই ফোন এলে এরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সমীক্ষার জন্য 1921 থেকে যে ফোনটি যাবে তাতে কোনো ব্যক্তির কোনো গোপন তথ্য জিজ্ঞাসা করা হবে না। কিন্তু অন্য কোন নম্বর থেকে একই উদ্দেশ্য ফোন করে যদি ব্যক্তির কোনো গোপন তথ্য জানতে চায় তবে কেন্দ্র থেকে জানানো হয়েছে তৎক্ষণাৎ সেই নম্বরটি নিয়ে রিপোর্ট করতে। তবে কবে থেকে ফোন করার বিষয়টি শুরু হবে তা নির্দিষ্ট করে কিছু জানায়নি কেন্দ্র।