দেশবাসীকে দেওয়া কথা রাখলেন মোদী! এইসব একাউন্টে ঢুকছে টাকা

এই করোনা ভাইরাস যেভাবে মহামারী সৃষ্টি করছে সেভাবে প্রভাব ফেলছে অর্থনীতিতেও প্রচুর মানুষ কর্মহীন।দিন আনে দিন খাওয়া মানুষদের অবস্থা সবচেয়ে খারাপ। ক্ষুধার জ্বালা নিয়ে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যেতে হচ্ছে তাদের। আর একারনেই আগামী তিন মাস প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অন্তর্ভুক্ত 8 কোটি পরিবারকে বিনামূল্যে দেওয়া হবে রান্নার গ্যাস এই প্রতিশ্রুতি করেছেন মোদী সরকার।এছাড়াও গরিব মানুষদের যাতে অনাহারে পড়তে না হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 1 লক্ষ 70 হাজার কোটি টাকার আপডেট প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এর ঘোষণা তে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইউ জানিয়েছিল যে যাদের জনধন অ্যাকাউন্ট আছে তাদের একাউন্টে সরাসরি 500 টাকা মাসিক হিসাবে ঢুকবে।
কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছিল যে এপ্রিলের শুরুতে মহিলাদের জনধন একাউন্ট এ টাকা ঢুকবে আর সে প্রতিশ্রুতি মত প্রায় দেশের 20 কোটি গরিব মহিলাদের একাউন্টে টাকা ও ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই মোদি কে ধন্যবাদ দিয়েছেন উপকৃত মহিলারাও। এপ্রিল থেকে যাদের একাউন্টের শেষ ডিজিট 0-1 তাদের টাকা ঢুকেছে। 2-3 ডিজিটের 4th April টাকা ঢুকেছে।আর 7th april 4-5 শেষ ডিজিটের একাউন্ট এ টাকা ঢুকবে। 9 th april এর মধ্যে সবার টাকা ঢুকবে।
প্রসঙ্গত সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে কিন্তু বিহারের সমস্ত পুড়ে মহিলাদের টাকা ঢুকতেই ব্যাংকে এসে তারা ভিড় করতে শুরু করে তাই এই ব্যাপারেও প্রশাসন কড়া নজর রাখছে।