দুর্যোগের দিনে এলাকার দুস্থ মানুষের পাশে ধানতলা নবজাগরণ সংঘ!

Advertisements
চীনের মারণ ভাইরাস করোনার জেরে বড়সড় বিপর্যয়ের মুখে গোটা বিশ্ব। করোনার করালগ্রাস থেকে মুক্তি পায়নি ভারত। প্রতিটি দিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভেঙে পড়েছে দেশের অর্থনৈতিক পরিকাঠামো। কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো।
এলাকার গরিব মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলো ধানতলা নবজাগরণ সংঘের সদস্যরা। আজ সকাল ৮ টার দিকে ক্লাবের সদস্যরা তাদের ক্লাবের সামনে বেশকিছু দুস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। তাদের অনুদানের তালিকায় ছিল চাল, মুড়ি, আলু, সয়াবিন, বিস্কুটের প্যাকেট, সাবান প্রভৃতি। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এইসব খাদ্যসামগ্রী বিতরণের আগে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে মাস্ক। ক্লাবের সদস্যরা সকলের কাছে আর্জি জানিয়েছেন তারা যেন করোনার সতর্কতা মূলক নিয়মগুলি অবলম্বন করে চলেন।