দেবপ্রিয়া সরকার : সম্প্রতি টেস্ট ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের লড়াই ছিল দেখার মত। দুটি টেস্ট ম্যাচ চলে ভারত ও নিউজিল্যান্ডের। কিন্তু দুটি ম্যাচের কোনটাতেই কোহলির রান খুব একটা প্রশংসাযোগ্য নয়। দুটো ম্যাচ মিলিয়ে মোট ৩৮ রান করতে পেরেছেন কোহলি যা গড়ে গিয়ে দাঁড়ায় ৯.০৫। এবার নিউজিল্যান্ডের টেস্টে মোট ১১ টি ইনিংস খেলে তিনি মোট ২১৮ রান করেছেন।
সিরিজ হারার পর নিউজিল্যান্ডের এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে পড়েন বিরাট কোহলি। টেস্টের দ্বিতীয় দিনে দেখা যায়
উইলিয়ামসন আউট হওয়ার পরে কোহালি গর্জন করে ওঠেন। এই প্রসঙ্গে অভিযোগ ওঠে যে তিনি নিউজ়িল্যান্ডের অধিনায়কের উদ্দেশে অতি আগ্রাসী ভঙ্গিতে চিৎকার করেন। এই নিয়ে সাংবাদিক প্রশ্ন করাতেই কোহলি ক্ষুব্ধ হয়ে বলেন যে কোনো ব্যাপার ভালো করে পুরোপুরি না জেনে তা নিয়ে মন্তব্য করা সঠিক নয়। এছাড়াও কোহলি বলেন, ‘‘ম্যাচ রেফারি রঞ্জন মাদুগলের সঙ্গে আমি কথা বলেছি। তিনি তো খারাপ কিছু দেখেননি আমার আচরণে।’’
এই ঘটনায় নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার সাউদি পাশে দাঁড়ালেন কোহালির। রেডিয়ো নিউজ়িল্যান্ড’-কে দেওয়া সাক্ষাৎকারে সাউদি অবশ্য বলেছেন,কোহলির এমন আগ্রাসী ভঙ্গি নতুন কিছু নয়। এই ভঙ্গি তার স্বাভাবিক। তাই এর মধ্যে তিনি খারাপ কিছু দেখতে পাচ্ছেন না। এছাড়া তিনি আরো বলেন যে, ‘‘বিরাট মাঠে খুব আবেগ নিয়ে খেলে। আবেগ প্রকাশ করতেও পিছিয়ে থাকে না। এ ভাবেই ও নিজের সেরাটা বার করে আনার চেষ্টা করে।’’ যোগ করেন, ‘‘মাঠে বিরাটের প্রাণশক্তি দেখার মতো।’’