whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

দুঃস্থ, গরিব মানুষের হাতে খাদ্য দ্রব্য তুলে দিতে রাস্তায় নামলেন তৃণমূল বিধায়ক সমীর কুমার পোদ্দার!

মলয় দে নদীয়া:-করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েতে অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিলেন রানাঘাট উত্তর পূর্ব…

Published By: Web Desk | Updated:
Advertisements

মলয় দে নদীয়া:-করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েতে অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক শ্রী সমীর কুমার পোদ্দার মহাশয়। বিশেষত অসংগঠিত শ্রমিক শ্রেণীর মানুষ, পরিবহন শ্রমিক, শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষ, কর্মসূত্রে বিদেশে আটকে পড়া র একমাত্র উপার্জনের পরিবার সহ নানা অসুস্থ রোগীদের ও বিতরণ করা হয় খাদ্যদ্রব্য। 89 রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের 280 টি বুথ থেকেই, লিস্ট হয়েছিল গত দুদিন ধরে। এলাকার নেতৃত্ব হাত ধরেই এক এক করে সকলের হাতে খাদ্য দ্রব্য পৌঁছে দিলেন বিধায়ক শ্রী সমীর কুমার পোদ্দার।

আপনার জন্য নির্বাচিত