নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

দিল্লির মসজিদ থেকে বহু মানুষ করোনায় আক্রান্ত! বিরোধিতায় বিস্ফোরক ওমর আব্দুল্লাহ

প্রীতম দাস : দেশজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগ নিয়ে সবার কপালে এখন চিন্তার ভাঁজ। দেশে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 15 এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল যাতে এই ভাইরাস দেশে মহামারির মত আকার ধারণ না করে

Published By: Sangbad Safar Desk | Updated:

প্রীতম দাস : দেশজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগ নিয়ে সবার কপালে এখন চিন্তার ভাঁজ। দেশে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 15 এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল যাতে এই ভাইরাস দেশে মহামারির মত আকার ধারণ না করে কিন্তু এর মধ্যে লকডাউন চলাকালীন দিল্লির নিজামুদ্দিন এর ঘটনা এহেন করোনা পরিস্থিতি সময় আগুনে ঘি সংযোগ করা হলো বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আপনার জন্য নির্বাচিত

দিল্লির নিজামুদ্দিন মসজিদ যে ধর্মীয় সমাবেশ করা হয়েছিল তা থেকে সেখানে উপস্থিত ব্যাক্তিদের মধ্যে ইতিমধ্যে 91 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যখন সারা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঠিক সেই সময় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তাদের সেই মুসলিম কমিউনিটির পাশে ঢাল দাঁড়ালেন। তিনি এই ঘটনার প্রতিবাদ না করে উল্টে প্রতিক্রিয়া দেন এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিমদের বদনাম করার চেষ্টা করা হচ্ছে।

 

ওমর আবদুল্লা টুইট করে জানান যে , তাবলীগী জামাত কারো কারো কাছে সব জায়গায় মুসলিমদের বদনাম করার জন্য একটি বড়সড় অজুহাত তৈরি হবে যেন মনে হবে আমরাই কোভিদ ১৯ ভাইরাস তৈরি করেছি ও বিশ্বজুড়ে এই ভাইরাসকে ছড়িয়ে দিয়েছি ! তিনি আরো বলেন যে হ্যাশট্যাগ দিয়ে তাবলীগী ভাইরাস টুইট করছেন যারা সমগ্র দেশের পক্ষে করোনা ভাইরাস এর থেকেও বিপদজনক হতে পারে এটি ! প্রাকৃতিক ভাইরাস একটি নির্দিষ্ট সময় পরে ধ্বংস হয়ে যাবে কিন্তু এই ধরনের বিদ্বেষ বড় ছাপ ফেলে যাবে সমাজের বুকে।