দিল্লির নিজামুদ্দিন তাবলিগ জামাতের অনুষ্ঠানে যোগ দেওয়া ১৫০ জনের বিরুদ্ধে মুম্বাইয়ের আজাদ ময়দান থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। কোয়ারেন্টাইনের নির্দেশ অমান্য করায় (IPC sec-271) এবং সরকারি আদেশ অমান্য করায় (IPC sec-188) ধারায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে (IPC Sec-269) এর আওতায়।
Mumbai: FIR registered against 150 people of Tablighi Jamaat, at Azad Maidan police station for violating quarantine orders (IPC Sec 271) & violating govt official preventive order (IPC Sec 188). FIR also registered under IPC Sec 269, besides the earlier two sections of 271 & 188
— ANI (@ANI) April 7, 2020