রেড জোনে কড়া নিয়ম বিধি, খুলছে মদের দোকান! নয়া নির্দেশিকা দিলো রাজ্য সরকার

Advertisement

3 মে পর্যন্ত লকডাউন চলবে বলে ঘোষনা করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু পরিস্থতি বিবেচনা করে সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 17 মে. তবে সাধারণ মানুষের স্বার্থে এবার তাই রেড অরেঞ্জ ও গ্রীন জোনের তালিকাও তৈরি করছে। রেডজোনে কড়াকড়ি থাকবে আর বাকি জোনে কিছু কিছু পরিষেবায় ছাড় দেওয়া হবে।

Advertisements

লকডাউনের তৃতীয় দফায় বেশ কিছু বিষয়ের সাথে মদের দোকান খোলার ক্ষেত্রেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এর তরফের ছাড়পত্র দেওয়া হয়েছে। সোমবার থেকে পরবর্তী 14 দিন শুধুমাত্র গ্রীনজোনগুলিতে লিকার শপ খোলা যাবে বলে কেন্দ্রীয় নির্দেশিকায় জানানো হয়েছে। একই সাথে পান ও তামাকজাত পণ্য বিক্রির ওপর বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

Advertisements

তবে সূরা প্রেমীদের জন্য সুখবর দিয়ে বাংলা, মহারাষ্ট্র, কর্ণাটক এবং অসমের মত রাজ্যে রেড জোনে খুলতে চলেছে stand-alone মদের দোকান। সূত্রের খবর আজ সোমবার থেকেই খুলে যাবে এই দোকান রেড জনের ক্ষেত্রে দুপুর 12 টা থেকে সন্ধ্যা 6 টা ও গ্রীন অরেঞ্জ জনের জন্য 10-6টা । তবে কনটেইনমেন্ট জোনে থাকবে না মদের দোকান খোলার সুযোগ। আর এই জায়গাগুলিতে stand-alone মদের দোকান খোলা থাকলেও খোলা যাবে না শপিংমলের ওয়াইন শপ বা বার।

দোকান খুললে ও বেশকিছু বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশিকা জারি হয়েছে। যেমন বিক্রেতার সাথে নূন্যতম 6 ফুট দূরত্ব নিশ্চিত করতে হবে, দু গজ দূরত্ব বজায় রাখতে হবে প্রত্যেককে তার ক্রেতার মধ্যে, একই সাথে পাঁচ জনের বেশি দোকানে ঢোকা যাবে না।

Related Articles