তীব্র গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ! রইলো LIVE গতিপথ

মহারাষ্ট্রে প্রবল বেগে আছড়ে পড়লো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। গত ১০০ বছরে এত ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মুম্বাইয়ে হানা দেয়নি। একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে সুপার সাইক্লোন ‘নিসর্গের’ তান্ডবে নাজেহাল মহারাষ্ট্রের মানুষ। আবহাওয়া দফতরের সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই মুম্বাইয়ে প্রবেশ করেছে সুপার সাইক্লোন ‘নিসর্গ’। মৌসম ভবন সূত্র থেকে জানা গিয়েছে, শুরু হয়ে গিয়েছে ভারী বৃষ্টিপাত। আর কয়ে ঘন্টার মধ্যে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় তার শক্তি বাড়াবে। বর্তমানে এই ঝড়ের গতিবেগ রয়েছ প্রায় ১১০-১১০ কিমি/ঘণ্টা। পরবর্তীতে ১১৫ – ১২৫ কিমি/ঘন্টা গতিবেগ থাকবে। এই ঝড়ের প্রভাবে ক্ষতি হবে গোয়া, মহারাষ্ট্র, কেরল,গুজরাট। আগে থাকেই রেড এলার্ট জারি করা হয়েছে। এই ঝড়ের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গেও।
সরকার থেকে প্রশাসন কে বারবার সক্রিয় থাকার কথা বলা হয়েছে। এছাড়া আগামী ৭২ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ও তার সঙ্গে আশঙ্কা প্রবল এলাকাতে বিপর্যয় মোকাবিলা দল NDRF কে মোতায়েন করা হয়েছে।
গতকাল বিকেলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবরকম সহায়তার আশ্বাস দেন। এছাড়াও মোদী টুইট করে জানান , “ভারতের পশ্চিম উপকূলে ধেয়ে আসা সাইক্লোনের পরিস্থিতির খোঁজ খবর নিলাম। সবার মঙ্গল কামনা করি। আমি সবাইকে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ করার আহ্বান জানাচ্ছি”। দেখুন ঝড়ের লাইভ গতিপথ-