চড়ছে পারদ, বাড়ছে তাপমাত্রা। তীব্র গরমে অস্বস্তিতে গৃহবন্দি বঙ্গবাসী। শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহে আরো বাড়বে তাপমাত্রা। তবে এর সঙ্গে রয়েছে কিছুটা স্বস্তির খবর, সপ্তাহ শেষে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। গত সপ্তাহে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল। এই সপ্তাহের শেষের দিকেও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রির কাছাকাছি। পাশাপাশি বাতাসে বাড়তে পারে জলীয়বাষ্পের পরিমাণ। বৃষ্টি না হলে আরও বাড়বে তাপমাত্রা। চৈত্রের শেষে গরমে নাজেহাল রাজ্যবাসী। সপ্তাহের শেষে বৃষ্টি হলে কিছুটা স্বস্তি।