Advertisements

চীনে ঢুকছে বিদেশি করোনা! নতুন করে সমস্যায় পড়েছে চীন

Advertisements

প্রীতম দাস : গোটা বিশ্ব এখন নোবেল করোনা ভাইরাসের কবলে। এই ভাইরাস এর আবির্ভাব সর্বপ্রথম চীনে পাওয়া যায়। তারপর সেখান থেকে সারা বিশ্বে এটি ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের প্রকোপ গোটা বিশ্ব এখন স্তব্ধ , লকডাউন এ বন্দী। চীনে পুনরায় নোবেল করোনাভাইরাস এর প্রকোপ দেখা গেছে। সেদেশের 951 জন নাগরিকের শরীরে এই ভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে। বেজিং বিবৃতিতে জানিয়েছে , যাদের বাইরে থেকে চিনে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে 951 জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। আরও একটি নতুন সমস্যা দেখা দিয়েছে।

চীনের বেশ কিছু মানুষ করো না পজেটিভ হওয়া সত্বেও তাদের শরীরে কোন উপসর্গ বা লক্ষণ ধরা পড়েনি। এই মানুষগুলি ছিলেন হোম কোয়ারান্টিনে। এখন তারা নতুন করে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত। রবিবার এমন ধরনের 78 টি কেস ধরা পড়েছে। এদের মধ্যে 40 জনের বিদেশ ভ্রমণের রেকর্ড রয়েছে। রবিবারের নতুন করে চীনের হুবেই প্রদেশের একজনের মৃত্যু ঘটেছে বলে জানা যাচ্ছে। চীনে রবিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 80 হাজার 708 জন। এদের মধ্যে 3331 জন মারা গেছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে। প্রায় 77 হাজার জনের মত মানুষকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে।

Related Articles