দেশের মাথাব্যথা পশ্চিমবঙ্গ, মৃত্যুর হার সবচেয়ে বেশি! প্রকাশ হলো নয়া রিপোর্ট

Advertisement

বাংলা করোনায় মৃত্যুর সংখ্যা গোপন করে যাচ্ছে, এমনটাই অভিযোগ তুলে বারবার প্রশ্ন করছে বিরোধী দল। কলকাতা থেকে ফিরে যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে কলকাতায় পাঠানো হবে ‘পাবলিক হেলথ টিম’৷ কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য ছাড়ার আগে দলের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবকে করোনা তথ্য সম্পর্কিত চিঠি পাঠানো হয়েছে। চিঠি লিখেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র। তিনি চিঠিতে লিখেছেন, ‘আমরা দেখেছি ৩০ এপ্রিল রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে কোভিড আক্রান্তদের মৃত্যু এবার থেকে দৈনন্দিন পরিসংখ্যানে স্থান পাবে। রাজ্যের পক্ষ থেকে স্বচ্ছতা বজায় রাখতে একটি বড় পদক্ষেপ ছিল তা ঠিক, কিন্তু ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে ৮১৬ টি কোভিড পজিটিভ কেস পাওয়া যায় যার মধ্যে মারা গিয়েছিল ১০৫ জন।

Advertisements

এই পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে মৃত্যুর হার ১২.৮ শতাংশ যা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ। বাংলায় এত পরিমান মৃত্যুর হার থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলায় টেস্টিং কম হচ্ছে এবং নজরদারিও সেভাবে করা হচ্ছে না।’ রাজ্যে করোনা ভাইরাসের পরিস্থিতি কি সেটা দেখার জন্য কেন্দ্র থেকে রাজ্যে দুটি দল পাঠানো হয়েছিল। এরমধ্যে একটি দল দক্ষিণবঙ্গে এবং একটি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে দেখে। কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের যে দিকগুলো খতিয়ে দেখেছে বলে জানা গিয়েছে, তা হল-

Advertisements

১:করোনা স্পর্শ কাতর এলাকায় লকডাউন ঠিক মতো মানা হচ্ছে কিনা৷
২: যে সমস্ত এলাকায় করোনা সংক্রমনের সংখ্যা বেশি সেখানে করোনা হাসপাতালের সংখ্যা কত এবং সেখানে কীভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন মানুষ
৩: র‍্যাপিড টেষ্ট ঠিকমতো করা হচ্ছে কিনা এবং একদিনে কতগুলি টেস্ট হচ্ছে
৪: মাইক্রো প্ল‍্যানিংয়ের অন্তর্ভুক্ত কোন কোন এলাকা।
৫: দেশের মানুষ ঠিকমতো রেশন পাচ্ছে কিনা।

Related Articles