Advertisements

চিকিৎসকরা “আল্লাহর দূত”! করোনা মুক্ত হয়ে আপ্লুত নদিয়ার প্রৌঢ়

Advertisements

কলকাতা পোর্ট ট্রাস্ট এ কর্মরত, নদিয়া জেলা চাপড়া চারতলার বাসিন্দা মুস্তাকিম মন্ডল করুণা যুদ্ধে জয়লাভের নবজীবন লাভ করলেন। গত 02/04/2020 তারিখে জ্বর সংক্রান্ত অসুস্থতা নিয়ে ভর্তি হন কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত গ্লোকাল হাসপাতালে। আজ সম্পূর্ণ সুস্থ হয়ে চাপড়ায় তার নিজ বাসভবনে পৌঁছান সরকারি তত্ত্বাবধানে। বিডিও, স্থানীয় থানার ওসি, জেলা স্বাস্থ্য ভবনের আধিকারিক প্রত্যেকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে, পাশে থাকার সাহস যোগানের মাধ্যমে পৌঁছে দেন থাকে। অন্যদিকে মুস্তাকিম বাবু স্বাস্থ্য কর্মীদের “আল্লাহর দূত” বলে আখ্যায়িত করেন।

Related Articles