Advertisements

চাকরির সংকটে পড়বে ৪০ কোটি ভারতীয়! রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে ঘুম উড়েছে ভারতবাসীর

Advertisements

ইতিমধ্যেই করোনাভাইরাস রাজনীতি অর্থনীতি সহ সব অঙ্গনেই স্থবিরতা সৃষ্টি করেছে এর শেষ কোথায় স্বাভাবিক ছন্দ কবে ফিরবে তা শুধুমাত্র এখন প্রশ্ন হয়ে রয়ে যাচ্ছে। এই করোনা ভাইরাস যেভাবে মহামারী সৃষ্টি করছে সেভাবে প্রভাব ফেলছে অর্থনীতিতেও। বলা যেতে পারে অর্থনীতিতে প্রায় ধ্বস নামতে চলেছে। দোকানপাট বিমান সবকিছু বন্ধ থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে এর ফলে বেহাল সারা দেশের অর্থনীতি।

এর মধ্যেই রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট দেখে রাতের ঘুম উড়ে গেছে ভারতবাসীর। করোনার প্রাদুর্ভাবের কারণে অসংগঠিত কর্মক্ষেত্রের সাথে যুক্ত 40 কোটি ভারতীয়ের বেহাল অবস্থা হতে পারে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আই এল ও দাবি করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সারা বিশ্বে চাকরির ভবিষ্যৎ।মঙ্গলবার ILO এর প্রধান জানিয়েছেন উন্নত এবং উন্নয়নশীল দু প্রকার দেশেই দ্রুত এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য দ্রুত সঙ্গবদ্ধ পদক্ষেপ নিতে হবে।

লকডাউন এর জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিল নাইজেরিয়া ও ভারতের অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা ।সারা বিশ্বে প্রায় 200 কোটি মানুষের চাকরি সংকট দেখা দিতে পারে এমনটাই মনে করা হচ্ছে পরিসংখ্যান মতে ভারতের 90% মানুষ অসংগঠিত কর্মক্ষেত্রের সাথে যুক্ত। কাজ হারাতে পারে সব স্তরের কর্মীরা। তাই এই সময় উপায় একটাই আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রাখতে হবে একসঙ্গে লড়তে হবে ,মোকাবিলা করতে হবে।নাহলে প্রকট হতে চলেছে দারিদ্র বিপর্যয় ধেয়ে আসবে।

Related Articles