গানের জগতে নক্ষত্র পতন! করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বিখ্যাত গায়কের!

প্রীতম দাস : সারা পৃথিবীতে এখন কার্যত করোনাভাইরাস রাজত্ব চলছে। সারা পৃথিবীতে এখনো অব্দি প্রায় 50 হাজার মানুষের মৃত্যু ঘটেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। জাতি-ধর্ম-বর্ণ উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত কোন কিছুর পরোয়া না করে যেন সে মেতে উঠেছে এক নিষ্ঠুর খেলায়। সারা পৃথিবীতে নয় লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত এই ভাইরাসে।
There would be no Playtone without Adam Schlesinger, without his That Thing You Do! He was a One-der. Lost him to Covid-19. Terribly sad today. Hanx
— Tom Hanks (@tomhanks) April 2, 2020
এবার এই ভাইরাস প্রাণ কেড়ে নিল গ্র্যামি পুরস্কার প্রাপ্ত গায়ক অ্যাডাম স্কলেঞ্জের। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করে টুইট করেন হলিউড অভিনেতা টম হ্যাংকস। অপরদিকে স্টার ওয়ার্স খ্যাত অভিনেতা অ্যান্ড্রিউ জ্যাক এই মহামারী করোনাতে আক্রান্ত হয়ে 76 বছর বয়সে দেহত্যাগ করলে। এই 76 বয়সী অভিনেতা শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হবার লক্ষণ প্রকাশ পেলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অ্যান্ড্রু জ্যাক এর মৃত্যুর পর তার স্ত্রী গ্যাব্রিয়েলা নিজস্ব টুইটার হ্যান্ডেলে টুইট করে জানান সমস্ত ঘটনা।