কড়া হলো লকডাউন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো রাজ্যের এই বাজার

রবিবার থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বেলুড়ে সব মাছ মাংস সবজি বাজার বন্ধ থাকবে পুলিশের তরফ থেকে শনিবার এই নির্দেশ দেওয়া হয়। কিন্তু হঠাৎ কেন এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হলো? এর কারণ হিসাবে বলা হয়েছে বেলুড়ের বেশ কিছু অংশে জনঘনত্ব খুব বেশি। এলাকা জুড়ে রয়েছে বেশ কিছু শ্রমিক মহল্লা, বড় বস্তি এবং কলোনি এলাকা ফলে বাজারগুলিতে ভীড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সোশ্যাল ডিস্টেন্স মানা সম্ভবপর হচ্ছে না।
পরিস্থিতি সামাল দিতে এর আগে বেলুড়ের বিকেপাল টেম্পল রোডের উপর থাকা বাজার বন্ধ করা হয়। কিন্তু তারপরেও করনা ভাইরাস সংক্রমন আতঙ্ক থেকেই যাচ্ছিল আর এই কারণেই এই দিন সকালে বিভিন্ন বাজারের ব্যবসায়ী সমিতি ও সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে প্রচার চালানো হয় যে বাজার বন্ধ থাকবে। তবে বাসিন্দাদের কথা ভেবে যাতে তারা প্রয়োজনীয় জিনিস পেতে পারেন তার জন্য সিদ্ধান্ত নিয়েছেন যে পাড়ার ভ্যান রিক্সা বা অন্য ভ্রাম্যমান গাড়ি নিয়ে ঘুরে সবজি বা মাছ মাংস বিক্রি করা যাবে। মুদিখানা মিষ্টি ঔষধের দোকান নিয়ম মেনে যেভাবে খোলা হচ্ছিল সেভাবেই খোলা থাকবে।
ইতিমধ্যে বেলুড়ের অদূরে সালকিয়া ও মালিপাচঘরা থানার বেশকিছু অঞ্চলের দ্রুত সংক্রমণের ছড়ানোই সেসব এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে এর জন্য সতর্কতামূলক পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরি ছিল বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। সাধারন মানুষের যাতে কোনোরকম অসুবিধা না হয় তাই পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে বাড়ি বাড়ি প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার চিন্তাভাবনা চলছে।