‘গড অফ ক্রিকেট’ শচীন তেন্ডুলকর, তার জন্মদিনে ঐতিহাসিক উপহার দিলো বিসিসিআই

ক্রিকেটের ভগবান হিসেবে সারা দুনিয়া তাকে পূজো করে। মাত্র 16 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন, মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি। ক্রিকেটে এমন কোনো রেকর্ড নেই যেটা তিনি করেননি। একদিনের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক। তার নামের পাশে রয়েছে সেঞ্চুরি আর সেঞ্চুরি। আশা করি এতক্ষণে সবাই বুঝে গেছে কার কথা বলা হচ্ছে তিনি হলেন শচীন তেন্ডুলকর।
সচিন তেন্দুলকার শুক্রবার পা দিয়েছেন 47 এ। সোশ্যাল মিডিয়ায় তাই শুভেচ্ছার জোয়ারে ভেসেছে ইনস্টাগ্রাম ওয়াল থেকে সোশ্যাল মিডিয়া। চারিদিকে তার জন্মদিনের শুভেচ্ছা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শচীনের জন্য তাদের অফিশিয়াল টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে।
সেই ভিডিও ক্যাপশন বিসিসিআই লিখেছেন- “মাস্টারব্লাস্টার 47 এ পা দিলেন আর সেই মুহূর্তে আমরা 2008 এ ইংল্যান্ডের বিরুদ্ধে করা তার অসাধারণ ইনিংস তুলে দিলাম যা তিনি উৎসর্গ করেছিলেন 26/11 সন্ত্রাসবাদি আক্রমনে ক্ষতিগ্রস্থদের।” বর্তমান ভারতীয় কোচ রবি শাস্ত্রী শচীনকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন, সেখানে তিনি লিখেছেন- “শুভ জন্মদিন বস ম্যান তুমি যা তৈরি করে গেলে তার সারা জীবন থেকে যাবে। গড ব্লেস চ্যাম্প।”
ওয়ানডে ক্রিকেটে তিনি ছিলেন সেরা। যেখানে তিনি 18426 রান করেছেন, করেছেন 49 টি সেঞ্চুরি, 96 হাফসেঞ্চুরি। বিশ্ব ক্রিকেটের গ্রেটদের মধ্যে তিনি একজন যার দখলে এক সময় ছিল ক্রিকেটের প্রায় সকল রেকর্ড, যা আজও অধরা। মাস্টার ব্লাস্টার তার পুরো ক্যারিয়ারে 664 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।