Advertisements

কেন্দ্র সরকারের দেওয়া রেশন, সবাইকে দিতে হবে চাল-ডাল! ডেপুটেশন জমা বিজেপির

Advertisements

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে রাজ্যের অন্যান্য জায়গার সাথে আজ নদীয়ার শান্তিপুরে টাউন ১ এবং টাউন২ বিজেপির পক্ষথেকে শান্তিপুর পৌর সভায় ডেপুটেশন দেওয়া হল৷ বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় সরকার পরিবার পিছু ৫ কেজি চাল এবং ১ কেজি ডাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই চাল, ডাল যাতে মানুষ ঠিক মতো পায় এবং কেউ যেন বঞ্চিত না হয় সেই দাবী তাঁরা জানিয়েছেন৷

পৌরপতির অনুপস্থিতিতে উপ পৌরপতি তাঁদের ডেপুটেশন নিয়েছেন বলেও জানান বিজেপি নেতৃত্ব। বেশ কিছুদিন আগে থেকেই এ বিষয়ে সরব হয়েছেন সংসদ জগন্নাথ সরকার। নিজের গ্রামেই কমিউনিটি কিচেন তৈরি করেছেন সমস্যা এড়ানোর জন্য। অন্যদিকে শাসকদলের পক্ষ থেকে কটাক্ষ করে জানানো হয় 1 কোটি 70 লক্ষ র তহবিলে বাংলায় কি সুবিধা মিললো?

Related Articles