একেতেই করোনার প্রকোপে লকডাউন দেশ। গৃহবন্দী মানুষ। চৈত্রের শেষে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। গ্রাম বাংলার চেয়ে বেশি অস্বস্তিতে আছে শহরের মানুষ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বিকালের পর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল ও বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেভাবে হয়নি। কয়েকটি জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আদ্রতার পরিমান থাকবে ৪০-৮৮ শতাংশের মধ্যে।