কলকাতা ও হাওড়া সহ রাজ্যে করোনার ভর কেন্দ্র চারটি জেলা! জারি সতর্কতা

Advertisement

দ্বিতীয় দফায় ভারতের লকডাউন মেয়াদ বাড়ানো হয়েছে তবুও করেনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে 12 হাজার মৃতের সংখ্যাও বেড়েছে। আর এই কারনেই করোনাকে গণ্ডির মধ্যে বেঁধে রাখতে নতুন কৌশল নিয়েছেন মোদি সরকার জেলা গুলিকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisements

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দেশের 170 জেলাকে COVID-19 হটস্পট হিসেবে শনাক্ত করেছে এরমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের চারটি জেলা। এছাড়াও দেশের আরও 207 টি জেলা রয়েছে যা ভবিষ্যতে এই মারণ ভাইরাসের ভর কেন্দ্র হতে পারে। তবে এগুলিকে নন হটস্পট তালিকায় রাখা হয়েছে।

Advertisements

কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা রাজ্যের এই চারটি জেলাকে করোনা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংক্রমণের শৃঙ্খলা ভাঙ্গার জন্য বাংলায় এই চারটে জেলাসহ দেশের মোট 170 টি জেলায় করাকরির বাড়াতে হবে বলে জানিয়েছেন কেন্দ্র ।এই চারটি জেলা ছাড়াও আরও সাতটি জেলাকে গণ্ডিবদ্ধ করার তালিকায় রাখা হয়েছে এরমধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা হুগলি নদিয়া জলপাইগুড়ি পশ্চিম বর্ধমান দার্জিলিং এবং পশ্চিম মেদিনীপুর।

যে সমস্ত জেলায় অধিক সংখ্যক করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে সেগুলিকে হটস্পট ,যেগুলিতে কম সংখ্যক রোগীর সন্ধান পাওয়া গিয়েছে সেগুলিকে নন হটস্পট আর যে জেলায় করোনা সংক্রমণ ঘটেনি সেগুলিকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যুগ্ম সচিব লাভ আগারওয়াল জানিয়েছেন আক্রান্ত সংখ্যার নিরিখে জেলা গুলিকে বিভিন্ন ক্যাটেগরিতে চিহ্নিত করার জন্য কেন্দ্রের তরফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল।

লকডাউন চলাকালীন চলাকালীন প্রয়োজননীয় কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এ সম্পর্কে বিস্তারিতভাবে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সুস্পষ্ট নির্দেশনা পাঠানো হয়েছে।

Related Articles