Advertisements

কলকাতায় আজও জারি বৃষ্টির সম্ভাবনা! দোলের দিনেও কি ভিজতে চলেছে রাজ্য? যা জানালো মৌসম ভবন

Advertisements

সপ্তাহ জুড়ে চলছে বৃষ্টি। বসন্তের মাঝে অকাল বর্ষণে ভিজছে রাজ্য। কখনো হালকা কখনো মাঝারি বা ভারী বৃষ্টির দেখা মিলেছে রাজ্যের বিভিন্ন জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়া। অকাল বর্ষণে বড়সড় ক্ষতির মুখে পড়েছে রাজ্যের চাষিরা। মাঠেই পচছে বিঘার পর বিঘা জমির আলু।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আজও রয়েছে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলেও বাড়বে তাপমাত্রা। গত শুক্রবার ও শনিবার দিনের বেলায় তেমন বৃষ্টি না হলেও মাঝ রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। শুধু কলকাতা নয় বৃষ্টিতে ভিজেছে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা।

মৌসম ভবনের সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় আকাশ থাকবে মেঘলা। কোথাও কোথাও দেখা মিলতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির। তবে আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।পশ্চিমিঝঞ্জার সঙ্গে বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয়বাষ্পপূর্ন বাতাসের জেরেই রাজ্যে এই অকাল বর্ষণ হচ্ছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Related Articles