করোনা হানায় বিপর্যস্ত ভারত! গত ২৪ ঘন্টায় গড়লো নতুন রেকর্ড

করোনা মোকাবিলায় লকডাউন দেশ। তবুও ক্রমশই বেড়ে চলেছে করোনার প্রকোপ। প্রতিটা দিন লাফিয়ে লাফিয়ে করোনায় বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় সাস্থমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, দেশে এপর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১,৩৩২। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনার জেরে প্রাণ হারিয়েছেন মোট ৭৩ জন। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী দেশে একদিনে মৃতের সংখ্যার এটা নতুন রেকর্ড। বুধবার সকাল পর্যন্ত দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,০০৭ জন।
করোনার জেরে মৃত্যুর হারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা। এপর্যন্ত সারা দেশে মোট ৭,৬৯৬ জন রোগী করোনাকে হারিয়ে নতুন জীবন লাভ করেছেন। এবিষয়ে গতকাল, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন বলেন যে গত তিন দিনে করোনা সংক্রমণের দ্বিগুণ বৃদ্ধির হার উল্লেখযোগ্য ভাবে কম দেখা যাচ্ছে। এখন করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে ১০.৯ দিন অন্তর।
এদিকে দেশের বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে কি ব্যাবস্থা নেওয়া যায় সে বিষয়ে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে তিনি বেশ কিছু জায়গায় লকডাউন আরও কড়া করার ইঙ্গিত দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পেশ করেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাদের মতে, দেশের করোনা হটস্পট হিসাবে চিহ্নিত এলাকাগুলো থেকে এখনই লকডাউন তোলা উচিত নয়। যার ফলে আগামী ৩রা মে দেশ জুড়ে জারি থাকা লকডাউন সম্পূর্ণ ভাবে ওঠার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।