আরো কড়া হল লকডাউন, কলকাতায় বাধ্যতামূলক হলো একাধিক নিয়ম

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দেশের 170 জেলাকে COVID-19 হটস্পট হিসেবে শনাক্ত করেছে এরমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের চারটি জেলা।সেই তালিকায় আছে কলকাতাও।আর এর জন্য প্রয়োজননীয় পদক্ষেপ নিচ্ছে কলকাতা পৌরসভা ও পুলিশ।

Advertisements

1)হটস্পট লার্জ আউট ব্রেক অর্থাৎ যেখানে বেশি মানুষ সংক্রমিত হয়েছেন বিশেষ গুরুত্ব দেয়া হবে সেই জেলা গুলিকে ।
2)যে এলাকায় করোণা রোগীর সন্ধান মিলবে ওই জায়গাটি কে প্রথমে চিহ্নিত করা হবে সেখানে আরও কয়েকজন রোগীর সন্ধান মিলে কোর এবং বাফার জোন হিসেবে চিহ্নিত করা হবে।

Advertisements

3)কোর বাসিন্দারা বাড়ির বাইরে বের হতে পারবেন না তাদের বাড়ি বাড়ি অত্যাবশ্যকীয় সামগ্রী পৌঁছে দেবে পুলিশ ও স্থানীয় প্রশাসন বিশেষ জরুরী প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে বেরোতে পারবেন তারা।

4)কিভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে তা নিয়ে আধিকারিকদের নিয়ে আবাসন দফতরের সচীবদের সঙ্গে বৈঠক হয়েছে।জানানো হয়েছে পুলিশ এলাকায় নজর রাখবে সঙ্গে বাসিন্দাদের সুরক্ষার দিকে নজর দেবেন।
5)শহরবাসীর মাস্ক পরে বেরোচ্ছে কী না সে বিষয়েও নিয়মিত নজরদারি চালাবে পুলিশ।
6)প্রতিটি বরোতে একজন করে নোডার অফিসারের উপর দ্বায়িত্ব দেওয়া হয়েছে।তারা স্বাস্থ্যভবন ও পুরসভাকে নিয়মিত তথ্য দেবেন।
7)নিয়মিতভাবে জীবানুনাশক spray করবেন পুরসভার কর্মীরা।
8)শহরের বস্তি এলাকাতে বিশেষ নজরদারি চালানো হবে ওইসব এলাকায় পৌরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সাথে পুর প্রতিনিধিরাও এলাকাবাসীদের সাহায্য করবেন প্রয়োজনে মাস্ক স্যানিটাইজার খাবার সরবরাহ করা হবে।
9)বিভিন্ন এলাকায় হিন্দি বাংলা উর্দুতে মাইকে প্রচার চলবে চেকপোস্ট ও নাকা তল্লাশি আরো কড়া হবে
10)বাজারের বাইরে ফুটপাত বা নির্দিষ্ট দূরত্ব মেনে বিক্রেতাদের বসানো হবে।

Related Articles