করোনা, সুখবর দিলেন ভারতীয় চিকিৎসকরা! এই ওষুধে সুস্থ্য হচ্ছে করোনায় আক্রান্ত রোগী

দেবপ্রিয়া সরকার : এক রোগের ওষুধ আরেক রোগের চিকিৎসায় ব্যবহার করা হবে এ কথা হয়তো কেউই ভাবতে পারে না। এমন ভাবার কোনো কারণও নেই, কারণ এক রোগের ওষুধে আরেকটি রোগ সারবে এ ব্যাপারটি অবিশ্বাস্য। কিন্তু অবিশ্বাস্য হলেও বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। সেখানকার চিকিৎসকের দাবি এক রোগের ওষুধ আরেক রোগে ব্যবহার করা নাকি সুফল পাওয়া গিয়েছে হাতেনাতে।
করোনাভাইরাসে ঠিক কোন ওষুধ ব্যবহার করা হবে সে দিশা যখন কেউই খুঁজে পাচ্ছে না ঠিক সেইসময় রাজস্থানের জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে HIV-সোয়াইন ফ্লু-র ওষুধ করোনায় আক্রান্ত রোগীকে দেওয়া হয়। অবাক হলেও সত্য যে সেই ওষুধের নাকি সুফল মিলছে হাতেনাতে। করোনার লক্ষণ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন এক ইতালিয় দম্পতি৷ চিকিৎসা চলাকালীন তাঁদেরকে সেই অ্যান্টি-ভাইরাল ওষুধের মিশ্রণ দেওয়া হয়৷ তাতেই নাকি কাজ হয়েছে। বর্তমানে তাঁরা অনেকটাই ভাল আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে দাবি চিকিৎসকদের৷
জয়পুর এসে হাসপাতালের চিকিৎসকরা তাদের এই অভিজ্ঞতা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-র সঙ্গে ভাগ করেছেন। এছাড়াও তাদের দাবির ম্যালেরিয়ার ওষুধও নাকি করোনা সংক্রমণের বিরুদ্ধে বেশ ভালো কাজ করছে। তবে এক্ষেত্রে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে বলে জানিয়েছেন ICMR।