Advertisements

করোনা! সুখবর দিলেন বিজ্ঞানীরা, মাত্র ৫ মিনিটেই মিলবে পরীক্ষার ফলাফল!

Advertisements

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাসের আতঙ্কে দিশেহারা সারা বিশ্বের মানুষ। করোনা ভাইরাস এর মূল লক্ষণ হলো শুকনো কাশি, গলা ব্যথা ও জ্বর। এই লক্ষণগুলো দেখলেই আপনি পড়িমড়ি করে ছুটছেন হাসপাতলে করোনার পরীক্ষা করাতে। যথারীতি হাসপাতালে পৌঁছে পরীক্ষার নমুনাও দিলেন। কিন্তু তারপর করতে হয় দীর্ঘ প্রতীক্ষা। পরীক্ষার রিপোর্টে কি বেরোবে তা নিয়ে মনের মধ্যে এক চাপা উত্তেজনা ও চিন্তা তৈরি হয়। ২ দিন লেগে যায় সেই রিপোর্ট আসতে। কিন্তু এবার সেই প্রতীক্ষা সময় কম হতে চলেছে।

সম্প্রতি পাওয়া রিপোর্টে জানা যায় মার্কিন সংস্থা অ্যাবট ল্যাবরেটরিজ দাবি করেছে তাদের অত্যাধুনিক পরীক্ষায় মাত্র ৫ মিনিটেই জানা যাবে কোনও ব্যক্তির শরীরে ওই মারণ রোগ COVID-19 বাসা বেঁধেছে কিনা। এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কোন ব্যক্তির ভাইরাস সংক্রমণ ঘটিয়েছে কিনা তা খুব তাড়াতাড়ি জানা যাবে এবং চিকিৎসা ব্যবস্থাও তাড়াতাড়ি শুরু করা যাবে। করোনা পরীক্ষার ওই যন্ত্রটির আকৃতিতে ছোট টোস্টারের মতো। এই নতুন যন্ত্রটি মলিকিউলার টেকনোলজির সাহায্যে কাজ করবে। যন্ত্রটি ছোট হওয়ায় এটি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। এই যন্ত্রটি কোনও ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা ৫ মিনিটেই জানিয়ে দেবে। এছাড়া কারোর দেহে সংক্রমণের সম্ভাবনা থাকলেও তা মাত্র ১৩ মিনিটের মধ্যেই জানিয়ে দিতে সক্ষম ওই যন্ত্রটি।

এই যন্ত্রটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জা এ এবং বি, স্ট্রিপ এ এবং আরএসভি পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে বলে সূত্রের খবর। এই যন্ত্রটি আগামী এপ্রিল মাস থেকে জার্মানিতে পাওয়া যাবে এবং আন্তর্জাতিক বাজারেও বিক্রি হবে। এক বিবৃতিতে বোশের চিফ এক্সিকিউটিভ অফিসার ভলকমার ডেনার বলেছেন, “এই যন্ত্রের সাহায্যে সংক্রামিত রোগীদের অনেক দ্রুত চিহ্নিত করা যায় এবং আলাদা করা যায়।” যত তাড়াতাড়ি সংক্রমিত রোগীদের চিহ্নিত করা যাবে ততো তাড়াতাড়ি এই ভাইরাসের সংক্রমণ রোধ করতে সক্ষম হবে চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে এই পরীক্ষা পদ্ধতি ভাল হওয়ায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ওই দুটি দেশে করোনা সংক্রমণের সংখ্যা নগণ্য।

এদিকে ঠিকমতো পরীক্ষা করে রোগ নির্ণয় করতে না পারায় লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইতালিতে। সারা বিশ্বের তাবড় তাবড় চিকিৎসাবিজ্ঞানীরা এই ভাইরাসের ভ্যাকসিন তৈরীর জন্য দিনরাত গবেষণা করে চলেছে। এছাড়া এই ভাইরাসকে যাতে সহজেই শনাক্ত করা যায় তার জন্য পরীক্ষা কিট তৈরি করার চেষ্টা করছে। ইতিমধ্যে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৯ এবং আক্রান্তের সংখ্যা ৯০০ ছুঁইছুঁই করছে।

Related Articles