করোনা সংক্রমনে নয়া রেকর্ড! ব্রিটেনকে হারিয়ে চতুর্থ স্থানে ভারত

করোনা ভাইরাস গোটা বিশ্বকে প্রায় নাজেহাল করে দিয়েছে। বর্তমানে গোটা বিশ্বের প্রায় সমস্ত দেশগুলির কাছে করোনা মহামারীর আর এক রূপ। তর তরিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা দিন দিন লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। বিশ্বের সমস্ত উন্নত দেশের তাবড় তাবড় বিজ্ঞানীরা এখনও পর্যন্ত করোনার প্রতিষেধক আবিষ্কার করতে ব্যর্থ।
করোনায় আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা। আমেরিকায় আক্রান্তের সংখ্যা প্রায় ২১ লক্ষ। মৃত্যু হয়েছে ১ লক্ষের বেশি মানুষের। তারপরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল এবং রাশিয়া। আর এরমধ্যেই ব্রিটেনকে হারিয়ে চতুর্থ স্থানে পৌঁছে গেলো ভারত । যা মোটেই সুখবর নয়।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত প্রায় ২ লাখ ৯৮ হাজার। গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক, ১০, ৯৬৫ জন ও মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। যা একটি অনন্য রেকর্ড। এদিকে দেশজুড়ে মোট মৃত্যু হয়েছে ৮,৪৯৮ জনের।
তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যাও কিন্তু কম নয়। সবে মিলে সুস্থ হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার জন। পরিসংখ্যান বলছে ভারতে সংক্রমণ যে হারে বাড়ছে খুব শীঘ্রই রাশিয়াকে পেছনে ফেলে ভারত তৃতীয় স্থানে চলে আসবে। এদিকে দেশের মধ্যে মহারাষ্ট্র সবার শীর্ষে আছে, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ছুঁই ছুঁই। তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু এবং দিল্লি। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৩৬,৮৪১ জন ও দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৩২,৮১০ জন।