করোনা সংক্রমণে কারা বেশি মরছে! নয়া রিপোর্ট প্রকাশ স্বাস্থ্য দপ্তরের

করোনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো রাজ্য স্বাস্থ্য দফতর। এমনিতেই দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রনের বাইরে। তার ই মাঝে গত ১ লা জুন থেকেই মোটামুটি সকল কিছুর ওপর লকডাউনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আর তারপরেই দেশে রেকর্ড সংখ্যক সংক্রমণ ও মৃত্যু ঘটতে থাকে।
করোনা আক্রান্তের সংখ্যা অনুযায়ী মহারাষ্ট্র সবার প্রথমে রয়েছে। তারপরেই রয়েছে গুজরাট ও তামিলনাড়ু। এদিকে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ও খুব একটা পিছিয়ে নেয়। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৪২৬ জন। সবে মিলে আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ হাজারের বেশি পেরিয়ে গিয়েছে। মৃত্যুর সংখ্যাটাও ৪০০ ছুঁই ছুঁই। এদিন গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ল কলকাতা। একসঙ্গে আক্রান্ত হয়েছে ১২৮ জন।
রাজ্যে করোনা আক্রান্ত থেকে মৃত্যু পর্যন্ত একটি নয়া বুলেটিন প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর। তারা জানিয়েছে, আমাদের রাজ্যে ৭৫ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ২১.০৭ শতাংশ, তারপরেই ৬০ থেকে ৭৫ বছর বয়সের ব্যক্তিদের মৃত্যুর সংখ্যা ১৫.৩৯ শতাংশ, এবং ৪৫-৬০ বছর বয়সি ব্যক্তিদের মৃত্যুর সংখ্যা ৭.০৩ শতাংশ। এছাড়াও তারা জানিয়েছে, পুরুষদের তুলনায় মহিলাদের মৃত্যুর হার অনেকটাই বেশি। যেখানে পুরুষদের মৃত্যুর হার ৪.৪৮ শতাংশ, সেখানে মহিলাদের মৃত্যুর হার ৫.৪০ শতাংশ।
এছাড়াও বুলেটিনের রিপোর্ট অনুযায়ী জানা গেছে, যে সমস্ত ব্যক্তিদের হাইপারটেনশন আছে তাদের মৃত্যুর হার অনেকটাই বেশি। রিপোর্ট অনুযায়ী, হাইপারটেনশনে মৃত্যুর হার পুরুষদের ক্ষেত্রে ২৭ শতাংশ এবং মহিলাদের ক্ষেত্রে ২৯ শতাংশ। এদিকে কিডনির রোগ আছে ব্যক্তিদের মৃত্যুর হার, পুরুষদের ক্ষেত্রে ১০ শতাংশ এবং মহিলাদের ক্ষেত্রে ১১ শতাংশ। এছাড়াও ডায়াবিটিসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর হার, পুরুষদের ক্ষেত্রে ১৯ শতাংশ এবং মহিলাদের ক্ষেত্রে ২০ শতাংশ। এদিকে কার্ডিয়াক ডিজ়িজে মৃত্যুর হার, পুরুষদের ক্ষেত্রে ১৯ শতাংশ, এবং মহিলাদের ক্ষেত্রে ১৮ শতাংশ।