করোনা রুখতে বিশেষ এই টাকা ব্যাবহারের পরামর্শ দিলো ভারতীয় স্টেট ব্যাংক(SBI)!

Advertisement

বিশেষজ্ঞরা বলেন যেসব জিনিস সবথেকে নোংরা তাদের মধ্যে রয়েছে টাকা, সব জায়গায় সকলের সংস্পর্শে থাকে টাকা।এই মুহূর্তে চারিদিকে চলছে করোনা ভাইরাসের আতঙ্ক। ভারতীয় মুদ্রা থেকে করোনাভাইরাস ছড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে।টাকা থেকে যাতে করোনা ভাইরাস না ছড়ায় সেই কারনে দেশের সবথেকে বড়ো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি রিসার্চের মাধ্যমে সিদ্ধান্তে এসেছে।

Advertisements

তাদের মতে সাধারণ নোটের থেকে সংক্রমণ ছড়াতে পাওয়ার সম্ভাবনা বেশী। তাই এমনি নোটের বদলে পলিমারের নোট ব্যবহার ঠেকাতে পারবে এমন ধারণা করা হচ্ছে। সিন্থেটিক পলিমার থেকে প্রস্তুত হয় এই নোট। অস্ট্রেলিয়া ইউকে কানাডার মতো দেশে ব্যবহৃত হয় এই নোট।1988 সালে অস্ট্রেলিয়ায় শুরু হয় পলিমার নোটের।এরপরে রোমানিয়া ইউনাইটেড কিংডম মরিশাস নিউজিল্যান্ড নাইজেরিয়া ইত্যাদি দেশে ব্যবহৃত হয় পলিমার নোট।এ দেশেও ব্যবহার করা হবে পলিমার নোট।

Advertisements

এক সমীক্ষা থেকে জানানো হয়েছে পকেটে থাকা টাকার থেকে সংক্রমণ ছড়াতে পারে ।আর তারজন্য ডিজিটাল পেমেন্ট যতটা করা যায় ততটা ভালো। এছাড়াও বলা হয়েছে টাকা ছোয়ার পরে হাত মুখ বা শরীরের কোন অংশে স্পর্শ করা উচিৎ নয় ।টাকা হাত দেওয়ার পর হাত ধুতে হবে বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়াও টাকা গোনার সময় কোন ভাবেই থুতু লাগাবেন না।

প্রসঙ্গত করোনায় হাত থেকে বাঁচতে বর্তমানে গোটা দেশেই বন্ধ স্কুল কলেজ shopping mall সিনেমা সিরিয়াল শুটিং ইত্যাদি। ইতিমধ্যে দেশে বন্ধ হয়েছে প্যাসেঞ্জার ট্রেন লক ডাউন ঘোষনা করা হয়েছে দেশের মোট ৮০ টি জেলা।

Related Articles