whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

লকডাউন ২১ দিন! বেড়ে ১৪৭ দিন হতে সময় লাগবে না! জরুরি সতর্ক বার্তার ভিডিও শেয়ার করলেন নার্স

মারন করোনাভাইরাস নিয়ে এখন ত্রাসের মুখে গোটা দেশ।ভাইরাসের বিরুদ্ধে লড়ছে সারা বিশ্ব আর এই মারন ভাইরাসের বিরুদ্ধে লড়াই সবচেয়ে বড় ভূমিকা চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের ।দিনরাত এক করে তারা আক্রান্তদের…

Published By: Web Desk | Updated:
Advertisements

মারন করোনাভাইরাস নিয়ে এখন ত্রাসের মুখে গোটা দেশ।ভাইরাসের বিরুদ্ধে লড়ছে সারা বিশ্ব আর এই মারন ভাইরাসের বিরুদ্ধে লড়াই সবচেয়ে বড় ভূমিকা চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের ।দিনরাত এক করে তারা আক্রান্তদের সেবায় নিয়োজিত রয়েছেন।

আপনার জন্য নির্বাচিত

এরকমই একজন নার্স তার বার্তা সাধারণ মানুষের সাথে শেয়ার করেছেন।শর্বানী নামক ওই নার্সটি সরকারী হাসপাতালে কাজ করেন।বিগত 48 ঘন্টা করোনা ভাইরাস মোকাবিলায় হাসপাতালেই রয়েছেন তিনিও।মানুষের সুস্থতার স্বার্থে পরিবার থেকেও বিচ্ছিন্ন তিনি। নিজের ছোট বাচ্চাকে বাড়িতে রেখে সকলকে সুস্থ করার তাগিদে সেখানেই রয়েছেন।তবে শুধু তিনি নয় এরকম প্রচুর ডাক্তার নার্স নিজেদের জীবন ঝুকি নিয়ে করোনার সাথে মোকাবিলা করে চলেছেন।

তিনি ভিডিওটিতে সাধারন মানুষকে সচেতন করছেন। তার বক্তব্য এই সময় আমাদের সকলকে একসাথে লড়তে হবে, নিজের আর পারিপার্শ্বিক সকলের কথা ভাবতে হবে।আর তার সঙ্গে ডাক্তার নার্সদের সাথে সহযোগিতা করতে হবে। এইজন্য সকলকে লকডাউন মেনে চলতে হবে তাহলেই খুব শীঘ্রই করোনার হাত থেকে মুক্তি পাবো।

এছাড়াও তিনি সেইসব মানুষদের কথা তুলে ধরেছেন যারা দ্বায়িত্বহীনতার পরিচয় দিয়ে এই রোগ আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন।এরকম চলতে থাকলে ভারত ইতালি বা চীন হতে বেশী সময় নেবে না।তিনি বলেছেন সাধারন মানুষ তো তবু নিজেদের পরিবারের সঙ্গে থাকার সুযোগ পাচ্ছেন কিন্তু যারা এরকম নোবেল কাজের সঙ্গে যুক্ত তারা পরিবার থেকে দূরে রয়েছেন শুধুমাত্র দেশে আর দশের স্বার্থে। তাই তাদের সম্মান জানানোর জন্যও আমাদের সবার উচিত বাড়িতে থাকা ,নির্দেশ মেনে চলা। এই কথায় বারবার মনে করিয়ে দিয়েছেন তিনি।

তিনি বলেছেন যারা লকডাউন মানছেন না তারা সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছেন আপনি মৃত্যুকে বরন করতে ভয় পান বলে বাইরে বেরোতে পারেন কিন্তু বাকিরা বাচতে চাই তাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন।”আমরা লড়ব যতক্ষন পর্যন্ত প্রান থাকবে

 

https://www.facebook.com/Newsekhon/videos/148903466455616/?sfnsn=wiwspmo&extid=nw5HFVDGFP6di2rU&d=n&vh=e