whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

করোনা মোকাবিলায় রাজ্যে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা দশটি হটস্পট!

করোনার মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। কিন্তু লকডাউন করেও কোন কমছে না করোনার হানা। প্রতিটা দিন বেড়ে চলেছে করোনার ভয়াবহতা। পাল্লা দিয়ে বাড়ছে দেশ ও রাজ্যে সংক্রমণের সংখ্যা। রাজ্যে…

Published By: Web Desk | Updated:
Advertisements

করোনার মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। কিন্তু লকডাউন করেও কোন কমছে না করোনার হানা। প্রতিটা দিন বেড়ে চলেছে করোনার ভয়াবহতা। পাল্লা দিয়ে বাড়ছে দেশ ও রাজ্যে সংক্রমণের সংখ্যা। রাজ্যে বেশ কয়েকটি করোনা সংক্রমিত এলাকাকে হটস্পট চিহ্নিত করেছিল রাজ্য সরকার। এবার তার সঙ্গে আরও কয়েকটি অঞ্চলকে যোগ করে মোট ১০ টি হটস্পট অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করলো সরকার।

আপনার জন্য নির্বাচিত

শুক্রবার সাংবাদিকদের রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, রাজ্যের এই ১০ টি হটস্পট অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ ভাবে লকডাউন থাকবে। পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই সমস্ত হটস্পট এলাকায় সমস্ত রকমের পরিষেবা বন্ধ থাকবে। বাইরে কেউ ওই এলাকাগুলিতে ঢুকতে পারবে না। এমনকি এইসব এলাকার কেউ বাড়ির বাইরেও বেরোতে পারবেন না ম। সেখানকার সাধারণ মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন সরকারি আধিকারিকরা। যার জন্য এইসব এলাকায় ৫-৬ কিলোমিটার জুড়ে তৈরী করা হয়েছে ক্লাস্টার।

রাজ্যে এতগুলো হটস্পট চিহ্নিত করে করোনা সংক্রমণ রোধে আঁটোসাঁটো পদক্ষেপ নিলেও ১০ টি হটস্পটের বিষয়ে কোনো কিছুই স্পষ্ট ভাবে উল্লেখ করেনি রাজ্য। এখন অপেক্ষা, এই পথ অনুসরণ করে কতটা সাফল্য পায় রাজ্য প্রশাসন। তার উপরই নির্ভর করছে রাজ্যের করোনা সংক্রমণের গতিপ্রকৃতি।