করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ভ্যান চালকের অনুদান! কুর্নিশ এই মহান দাতাকে

মলয় দে নদীয়া:- জেলার বিভিন্ন প্রান্তে, সরকারি প্রচারক হিসেবে বাউল গানের মাধ্যমে সারা বছর ঘুরতে দেখা যায় এঁদের। এরকমই একটি লোকশিল্পীর দল লোকনাথ সম্প্রদায়। শান্তিপুর সমষ্টি উন্নয়ন অফিসের আমন্ত্রণে গিয়েছেন কৃষি মেলা, শিল্প মেলা, ডেঙ্গু সচেতনতায়, কৃষকদের বিভিন্ন বার্তা দিতে, শ্রমিকদের শ্রমজীবী কার্ড করার জন্য ।
ক্যাসিও বাজানোর শিল্পী শান্তিপুর,দোতারা বাজানো বিষ্ণু বিশ্বাস (শ্যামনগর), ঢোল বাজানোর অশোক মন্ডল (পায়রাডাঙ্গা), করতল শিল্পী বিশ্বনাথ বিশ্বাস ফুলিয়া (দিব্য ডাঙ্গা), হারমোনিয়াম শিল্পী আনন্দ বসাক ফুলিয়া মাঠপাড়া এবং গায়ক গুপীনাথ দাস এই পাঁচজন নিয়ে লোকদল। শিল্পীর মন! মনে হয়েছিল দেশের জন্য এ সংকটময় মুহূর্তে কিছু করা দরকার! যেখানে মুখ্যমন্ত্রী লোকশিল্পীদের দিয়েছেন সম্মান, সেখানে তার জীবনের কথা না ভেবে সারাদিন নিয়োজিত রয়েছেন মানুষের কল্যাণে। বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা গৃহবন্দি মানুষকে সাহস যোগাতে গাইছেন গান, সেখানে বাউল শিল্পী হিসেবে বসে থাকা যায়? গুপী বাবুর সম্পূর্ণ একক প্রচেষ্টায় বানিয়ে ফেললেন করোনা নিয়ে গান।
এরপর একাই বেরিয়ে পড়লেন ফুলিয়ার বিভিন্ন অঞ্চলে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা নিলেন হাত পেতে। আজ চার দিনের মাথায় খুচরো পয়সা 10 টাকার নোট সবশুদ্ধ হয়েছিল 985 টাকা 16 টাকা নিজের থেকে দিয়ে মোট হাজার এক টাকা মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে দেওয়ার জন্য সোজা পৌঁছে যান বিডিও সুমন দেবনাথ এর কাছে। ভিডিও সসম্মানে তার সামনে বসে পাঠালেন মুখ্যমন্ত্রীর তহবিলে।