করোনা মোকাবিলায় মহারাষ্ট্রে ম্যাজিক মডেল! রাস্তায় নামলো ‘করোনা টেস্টিং বাস’

Advertisement

দেশজুড়ে করোনা প্রতিরোধে আগামীতে ৩ রা মে পর্যন্ত যে দ্বিতীয় দফার লকডাউন জারি করা হয়েছিল, গত শুক্রবার সেই লকডাউনের সময়সীমা বৃদ্ধি করে ১৭ ই মে করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পরিসংখ্যান অনুযায়ী সারাদেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭,৩৩৬। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২,২৯৩ জন এবং এর মধ্যে মৃত্যু হয়েছে ৭১ জনের। সারাদেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২১৮। দেশের মধ্যে সবথেকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তিন রাজ্য, যথা- মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লী। এই তিনটি রাজ্যে সংক্রমনের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশের মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১১,৫০৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। রাজ্যের এই অবস্থা দেখে, সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে করোনা মোকাবিলায় নয়া উদ্যোগ নিল মহারাষ্ট্র সরকার। দেশের মধ্যে প্রথম মুম্বইয়ের পথে নামানো হলো ‘করোনা টেস্টিং বাস’।

Advertisements

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে, পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার প্রবীণ পরদেশি বাসটি উদ্বোধন করেন। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাখি রাজ্যের মন্ত্রীরা বাসটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর ওরলির ন্যাশানাল স্পোর্টস ক্লাব থেকে বাসটি যাত্রা শুরু করে। করোনা সংক্রমিত রোগের ক্ষেত্রে টেস্টে সামাল দিতে এই বাসটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। গোটা বাসটির অন্দরমহল জুড়ে রয়েছে অত্যাধুনিক করোনাভাইরাস টেস্টিং ল্যাব, যেখানে রয়েছে করোনা পরীক্ষার জন্য অত্যাধুনিক সরঞ্জাম। এছাড়া এক্সরে মেশিনও রয়েছে বাসটির মধ্যে।

Advertisements

এই বাসটি মূলত ঘনজনবসতিপূর্ণ এলাকায় গিয়ে মানুষের টেস্ট করতে পারবে। এর ফলে অল্প সময়ের মধ্যে অনেক মানুষের টেস্ট করা সম্ভব হবে। মহারাষ্ট্রের পর অন্যান্য শহরেও বাসটি দেখা যেতে পারে বলে জানা গিয়েছে। বাসটি সাধারণত আইআইটি অ্যালুমনি কাউন্সিল ও কৃষ্ণা ডায়গনেস্টিকের যৌথ উদ্যোগে তৈরি ও চালু করা হয়েছে।

Related Articles