করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০০ কোটি টাকা দিলেন রাধাকৃষ্ণন দামানি

Advertisement

করোনার সংক্রমণ রুখতে দেশের লক ডাউন মেয়াদ 3 মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা ভাইরাসে স্তব্ধ দেশ লকডাউনের ফলে লক্ষনরেখা টানা হয়েছে প্রত্যেকের গৃহে কিন্তু এর ফলে সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকেই। আর তাদের কথা ভেবেই করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমে পড়েছেন প্রায় সকলে।সরকার ছাড়াও ফ্লিমস্টার ক্রিকেটারাও নানা ভাবে সাহায্য হাত বাড়িয়ে দেওয়া দিচ্ছেন।

Advertisements

এই পরিস্থিতিতে করোণা মোকাবিলায় প্রধানমন্ত্রী তৈরি PM cares fund এ 100 কোটি টাকা দিলেন শিল্পপতি রাধাকৃষ্ণন দামানি। শুধু তাই নয় বিভিন্ন রাজ্যেও 55 কোটি টাকা দিয়েছেন অ্যাভিনিউ সুপারমার্কেটের কর্তা দামানি।

Advertisements

ওই অর্থ দান এরপরে প্রধানমন্ত্রী মোদী টুইট করে তার উদ্দেশ্যে লিখেছেন আমরা একসঙ্গে আমাদের দেশকে করোনার হাত থেকে বের করে আনব । মানুষ যে ভাবে সাহায্য করতেন তার করছেন তার জন্য কোন প্রশংসার যথেষ্ট নয়। PM cares ছাড়াও তিনি মহারাষ্ট্র ও গুজরাটের রাজ্য তহবিলে 10 কোটি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক পাঞ্জাবের জন্য পাঁচ কোটি আর তামিলনাড়ু ছত্রিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের জন্য 2.5 কোটি করে অর্থদান করেছেন।

প্রসঙ্গত লকডাউন এ আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রায় গোটা বিশ্ব। লকডাউন এর কারণে সম্পত্তির পরিমাণ কমেছে দেশের প্রায় সব শিল্পপতিদের কিন্তু এর মধ্যে একমাত্র ব্যতিক্রম রাধাকৃষন দামানি। তিনি একমাত্র ভারতীয় বিলিয়নার লকডাউন এর মধ্যে যার সম্পত্তির পরিমাণ বেড়েছে।

Related Articles