whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

করোনা মোকাবিলায় নজির গড়েছে ভারত! যা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা’WHO’

করোনার জেরে নাজেহাল বিশ্ব। চীনের উহানে প্রথম আক্রমণ শুরু করলেও খুবই অল্প সময়ের ব্যবধানে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে কয়েক হাজার মানুষ। আক্রান্তের…

Published By: Web Desk | Updated:
Advertisements

করোনার জেরে নাজেহাল বিশ্ব। চীনের উহানে প্রথম আক্রমণ শুরু করলেও খুবই অল্প সময়ের ব্যবধানে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে কয়েক হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা লক্ষাধিক। করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে মোদী সরকার। মোদীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। হু-এর তরফ থেকে জানানো হয়েছে, করোনার মোকাবিলায় ভারত একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, দেশে লকডাউন ভীষণ জরুরি ছিল।’

আপনার জন্য নির্বাচিত

হু-এর বিশেষ কোভিড ১৯ দূত ডেভিড নাবারো বলেছেন, ইতালি, আমেরিকার মত দেশগুলি সঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ না নেওয়ার দরুন আজ সেই সব দেশের এমন মর্মান্তিক পরিণতি হয়েছে। তবে, ভারত এক্ষেত্রে নজির সৃষ্টি করেছে। সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারত।

বিভিন্ন দেশের বহু মানুষ চীনের দিকে করোনা ছড়ানোর অভিযোগের আঙ্গুল তুলছেন। এই বিষয়ে নাবারোর বলেন, এখন দোষারোপ না করে তাড়াতাড়ি সংক্রমণ মুক্ত করার জন্য পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, একটা সময় আসবে যখন আজ ইতিহাস হবে তখন এটাই দেখা হবে যে,কত তারাতাড়ি এই অতিমারীকে নিয়ন্ত্রণে আনা গেছে। তাই নিজেদের মধ্যে মনোমালিন্য না করে একে অপরের দোষ ত্রুটি না ধরে এগিয়ে গিয়ে করোনা নিয়ন্ত্রনের পথ খুঁজে বের করতে হবে।।