নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

করোনা মোকাবিলায় দেবের মহা দান! সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন দেব!

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সংকট করোনা সংক্রমণ যার জেরে প্রায় স্তব্ধ মানবসভ্যতা । এই ভাইরাস কে প্রতিহত করতে উপায় একটাই লকডাউন ।তাই বিশ্বের প্রায় বেশিরভাগ দেশেই লকডাউন চলছে।কিন্তু সাধারন মানুষের কথা ভেবে সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। আপনার জন্য

Published By: Sangbad Safar Desk | Updated:

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সংকট করোনা সংক্রমণ যার জেরে প্রায় স্তব্ধ মানবসভ্যতা । এই ভাইরাস কে প্রতিহত করতে উপায় একটাই লকডাউন ।তাই বিশ্বের প্রায় বেশিরভাগ দেশেই লকডাউন চলছে।কিন্তু সাধারন মানুষের কথা ভেবে সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই।

আপনার জন্য নির্বাচিত

।যেমন 50 লক্ষ অনুদান তুলে দিয়েছেন সচিন তেন্ডুলকর। প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ও গরিব মানুষদের জন্য 50 লাখ টাকার চাল তুলে দিয়েছেন।অক্ষয় কুমার আমির খান সকলেই দেশের মানুষদের জন্য এগিয়ে এসেছেন আর বাদ নেই টলিউড অভিনেতারাও।

এমন ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে নির্বাচনী কেন্দ্র ঘাটালের জনসাধারণের পাশে দাঁড়ালেন সাংসদ অভিনেতা দেব। চিকিৎসা পরিষেবা আরও উন্নতি ঘটাতে 1 কোটি টাকা দিয়ে নজির গড়লেন তিনি।

দেবের কথায় লক ডাউন একমাত্র উপায় নয় লক ডাউনের সঙ্গে চিকিৎসা পরিষেবা যাতে উন্নতি ঘটে সেদিকেও লক্ষ্য রাখতে হবে যাতে চিকিৎসার অভাবে কারো মৃত্যু না হয় ।সেই কারণে ঘাটালের মানুষেরা যাতে সঠিক চিকিৎসা পায় সে কথা মাথায় রেখে এভাবেই পাশে দাঁড়ালেন তিনি তার ইচ্ছে এই অর্থে তৈরি হোক আরো কোয়ারান্টাইন সেন্টার একই সাথে বিতরণ করা হোক মাক্স স্যানিটাইজার যাতে সবাই সুস্থ থেকে একসাথে লড়তে পারি এই ভাইরাসের বিরুদ্ধে।