করোনা মুক্ত নয় দেশ, পুনরায় বাদুরের মাংস বিক্রি শুরু করেছে চীন!

দেবপ্রিয়া সরকার : বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশ লকডাউনের জেরে স্তব্ধ হয়ে আছে। এর একমাত্র কারণ হল করোনাভাইরাস যা কয়েক মাস আগে চীনের উহান মার্কেট থেকে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। শোনা গিয়েছিল ওই উহান মার্কেটে বাদুর, বিড়াল, ইঁদুর ও কুকুরের মাংস বিক্রি হয়। তার মাধ্যমেই নাকি ছড়িয়ে পড়েছিল ভাইরাস। বর্তমান সারা বিশ্ব করোনা ভাইরাসের আতঙ্কে নাজেহাল হলেও, চিনে নতুন করে সংক্রমনের কোন খবর আর পাওয়া যায়নি।
বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই চিনে নাকি আবার বাদুড়, বিড়াল, কুকুর, ব্যাঙের মাংস বিক্রি হওয়া শুরু হয়েছে। বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন এমনটাই দাবি করেছে তার টুইটার অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে। তিনি একটি টুইট কে রিটুইট করে লিখেছেন, “মানুষ এখনও শিক্ষা নিতে পারেনি। অথচ এর কত বড় মূল্য চোকাতে হয়েছে। আবারও তারা বর্বর অভ্যেসের দিকে ঝুঁকল ওরা। চিন গোটা দেশে প্রাণী নির্যাতন ও বন্য জীবনের অপরাধের জন্য সবচেয়ে বড় দেশ”।
সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চীনের থেকে বেশি লোক মারা গিয়েছে ইতালিতে। সারাদেশ জুড়ে ২৮ হাজারেরও বেশি লোক মারা গিয়েছে ইতিমধ্যে। আক্রান্ত ৬ লাখেরও বেশি। ভারতে মারা গিয়েছে ২৯ জন এবং আক্রান্ত প্রায় ১১০০। তবে এদের মধ্যে অনেক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সুস্থতার পথে আমলা পুত্র। গোটা দেশজুড়ে চলছে লকডাউন। ১৪ ই এপ্রিল পর্যন্ত জারি থাকবে। ১৪ ই এপ্রিল রাত ৮ টায় প্রধানমন্ত্রী পুনরায় ভাষণ দেবেন।