Advertisements

করোনা মহামারী, বিশ্বে মৃত ১,৫৪,১২৬ জন! শীর্ষস্থানে রয়েছে যে দেশগুলি, দেখেনিন

Advertisements

গত বছর শেষের দিকে চীনের উহানে জন্ম হয়েছিল করোনাভাইরাস এর। এরপর 13 জানুয়ারির মধ্যে দাবানলের মতো গোটা বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।প্রলয়ের মতোই আছড়ে পড়েছে দেশে দেশে।দিশাহীন হয়ে পড়েছে ক্ষমতাশালী রাষ্ট্রগুলিও।

আর বর্তমানের চিত্র যথেষ্ট খারাপ।গত কয়েকদিনের মতো শুক্রবার আমেরিকায় নরমেধ যজ্ঞ চালিয়েছে এই করোনাভাইরাস। গত 24 ঘন্টায় গোটা বিশ্বে মারা গিয়েছেন 8653 জন ,মোট মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে 1লক্ষ54হাজার 126 জন।এর মধ্যে থেকে 2516 জন আমেরিকার। মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা সাত লক্ষ ছাড়িয়েছে।গত 24 ঘণ্টায় 31 হাজার 631জনের শরীরে করোনা জীবাণু মিলেছে।

স্পেনে গত 24 ঘন্টায় 687 জন সহ মৃত্যু বেড়ে হয়েছে কুড়ি হাজার আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে হয়েছে 1 লক্ষ 90 হাজার। ইতালিতেও আক্রান্তের সংখ্যা 22 হাজারের গন্ডি ছাড়িয়েছে গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 575 জন। চীনেও ফির মাথাচাড়া দিয়েছে এই ভাইরাস গত 24 ঘন্টায় 1290 জন সহ মৃত্যু বেড়ে হয়েছে 4 হাজার 632,আক্রান্ত হয়েছে 82692।জার্মানিতে একদিনে মৃত্যুর সংখ্যা 300 মোট সংখ্যা 4352 জন।ফ্রান্সের সংখ্যাও যথেষ্ট আতঙ্ক সৃষ্টি করছে আক্রান্ত সংখ্যা 1লক্ষ 47 হাজার 969 জন।এর মধ্যে মৃত্যু কবলে ঢলে পড়েছেন 18681 জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতেও করোনার আক্রান্তের সংখ্যা এখন 14378 জন। এর মধ্যেই গত 24 ঘণ্টায় আক্রান্ত হিসেবে ধরা পড়েছে 991 জন ।মোট মৃত্যু সংখ্যা দাড়িয়েছে 480। এই ভাইরাস প্রতিহত করার উপায় একটাই লক ডাউন মেনে চলা।একযোগে লড়াই করতে হবে সকলকে।

Related Articles