চীনা ভাইরাস বা করোনা ভাইরাস। নামটা শুনলেই প্রাণের ভয়ে আঁতকে উঠছে মানুষ। খুব অল্প সময়ের মধ্যে সারা বিশ্বে মারণ থাবা বসিয়েছে করোনা। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় ১২ লক্ষ। কিভাবে রুখা যায় এই ভাইরাসকে? এর করালগ্রাস থেকে কিভাবে বাঁচানো যায় মানব সভ্যতাকে। তার উপায় খুঁজতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে বিশ্বের নামিদামি বিজ্ঞানীরা।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কানাডার একদল বিজ্ঞানী। করোনা মোকাবিলায় আশার আলো দেখতে পেয়েছেন তারা। এমনটাই দাবি করেছে ওই গবেষকদের দল। সেই দলে রয়েছেন এক বাঙালি বিজ্ঞানী অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়। ভারতীয় বংশোদ্ভূত বাঙালি বিজ্ঞানী অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায় টরোন্টোর ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের সংক্রামিত রোগ বিভাগের গবেষক। অরিঞ্জয় সম্প্রতি জানিয়েছেন করোনার মোকাবিলার পথে তাদের দল একধাপ এগিয়ে গেছেন। তাদের দল SARS COVID-2 ভাইরাসকে আলাদা করতে সক্ষম হয়েছে।
করোনা সংক্রান্ত বিষয়ে গবেষণা করার জন্য করোনা আক্রান্ত দুই রোগীর লালারস ও রক্তের নমুনা সংগ্রহ করে তারা। এরপর জোর কদমে চলে পরীক্ষানিরীক্ষা। দীর্ঘ চেষ্টার পরে করোনার মোকাবিলায় কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন ওই গবেষকের দল। তাদের ধারণা খুব তাড়াতাড়ি করোনার প্রতিষেধক তৈরি করতে সক্ষম হবেন তারা। এর পাশাপাশি তাদের সেই গবেষণার তথ্য তাঁর বাকি দেশের গবেষকদের হাতে দেবেন বলে জানিয়েছেন।