করোনা নিয়ে মুসলিমদের বলির পাঠা করা হচ্ছে! বিস্ফোরক আসাদউদ্দিন ওয়েসি

Advertisement

প্রীতম দাস : সমগ্র ভারতবর্ষে ক্রমশ প্রভাব বিস্তার করেই যাচ্ছে নোবেল করোনাভাইরাস। ভারত সহ গোটা বিশ্বে বর্তমানে নভেল করোনাভাইরাস অব্যাহত। এই ভাইরাসে এখন অব্দি ভারতবর্ষে পাঁচ হাজার জনের আক্রান্ত হবার খবর পাওয়া যাচ্ছে। প্রায় শতাধিক জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আমাদের দেশে। এমন পরিস্থিতিতে দিল্লির নিজামুদ্দিন মসজিদ এর তাবলীগী জামাতের আয়োজিত ধর্মীয় সমাবেশ দেশ-বিদেশ থেকে বহু সংখ্যক মানুষ যোগদান করে ও পরে পরে সেখানে যোগদান করা বহু মানুষ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হন। এখনো অপেক্ষায় হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই ধর্মীয় সমাবেশে যোগদানের পর আর এরপরই শুরু হয়ে যায় দেশজুড়ে বিতর্কে ঝড়।

Advertisements

এবার এই বিষয়ে গর্জে উঠলেন এ আই এম আই এম এর প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তিনি বলেন কর্নার অজুহাতে বলির পাঠা করা হচ্ছে মুসলিম সম্প্রদায় কে। আসলে দেশে নভেল করোনাভাইরাস এর জেরে যে সাম্প্রতিক লকডাউন চলছে তার সমালোচনা এড়াতে এজাতীয় প্রচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

Advertisements

আসাদউদ্দিন ওয়েসি টুইটে লেখেন,অপরিকল্পিতভাবে লকডাউনের সমালোচনা এড়াতে এবং নতুন করে COVID-19 এর সংক্রমণে ব্যর্থ সরকার মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই এসব করছে। বিজেপি প্রচারকদের জানা উচিত যে এভাবে হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ডের মাধ্যমে করোনা ভাইরাসকে হারানো সম্ভব নয়। মুসলিমদের বলির পাঁঠা বানালেই করোনা ভাইরাসের ওষুধ মিলবে না, আর তাছাড়া এটা করোনা সংক্রান্ত পর্যাপ্ত পরীক্ষার বিকল্পও হতে পারে না।

Related Articles