করোনা! ভুয়ো খবরে ভরছে সোশ্যাল মিডিয়া! দেখেনিন একনজরে

Advertisement

প্রীতম দাস : নভেল করোনা ভাইরাস এর জন্য সারা বিশ্বজুড়ে এখন আতঙ্কের আবহাওয়া। বিশ্বে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে লকডাউন করে দেয়া হয়েছে যাতে এই ভাইরাসের অধিক সংক্রমণ থেকে মানবজাতিকে রক্ষা করা যায়। ইতালিতে 13000 ও আমেরিকায় 5000 জনেরও বেশি মানুষ এই ভাইরাসে মারা গেছে। ইতালিতে এক লক্ষ ও আমেরিকায় দুই লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই পরিসংখ্যান বিশ্বের অন্যান্য দেশের কাছে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করতে পারে এই করোনা ভাইরাস সম্পর্কে।

Advertisements

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছু বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে দেয়া হচ্ছে। টিক টক অ্যাপ এ এমন অনেক ভিডিও ছড়িয়েছে যেখানে বলা হচ্ছে কোন মুসলিম সম্প্রদায়ের মানুষ এই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না! মুসলিমদের শরীরে করোনা ভাইরাস প্রতিরোধের ক্ষমতা আছে। লকডাউন চলাকালীন এই ধরনের বহু ভুয়ো তথ্যসমৃদ্ধ ভিডিও ছড়িয়ে গেছে সোশ্যাল সাইট গুলোতে। তদন্ত করে দেখা গেছে গত পাঁচ দিনে প্রায় 30 হাজার ভিডিও ভুয়া তথ্যে সমৃদ্ধ। প্রায় 22 পাতারতদন্ত রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে দিল্লি পুলিশ।

Advertisements

এই ভিডিও গুলির মধ্যে অধিকাংশই পাকিস্তান এবং মধ্যপ্রাচ্য থেকে প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। পুলিশের হাতে এমন ভিডিও ধরা পড়েছে যেখানে বলা হচ্ছে মুসলিমদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলার কোন প্রয়োজন নেই। শুধু তাই নয় আরও বেশকিছু ভিডিওতে এটা বলা হচ্ছে যে করোনাভাইরাস কোন মুসলিমকে মারতে পারবে না। এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তে পুলিশের কপালে রীতিমত চিন্তার ভাঁজ পড়েছে কারণ এই ভিডিও থেকে বহু মানুষ ভুল পথে চালিত হতে পারে , যা যথেষ্ঠ চিন্তার কারণ বলে মনে করছে পুলিশ।

Related Articles