করোনা! নারীর চাইতে পুরুষদের বিপদ বেশি! জানালেন গবেষক লি ইউফে

কোরোনা ভাইরাসের আক্রমণ সারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর দাবি চীনের বাইরে এই ভাইরাসের আক্রমণের পরিমাণ 17 গুণ দ্রুততার সাথে বেড়ে যাচ্ছে ।হু হু করে ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। সারা পৃথিবীর ত্রাস হয়ে উঠেছে এই করোনা ভাইরাস। গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে এই ভয়াবহ জীবাণু ।এই জন্য বলি হয়েছে হাজার হাজার মানুষকে। আর এই কারনেই পৃথিবীর জুড়ে নানান সর্তকতা অবলম্বন করার কথা বলা হচ্ছে।যেমন বাইরে থেকে এসে সবসময় হাত ধোওয়া,বাইরে থাকলে স্যানিটাইজার ব্যবহার করা,মাস্ক ব্যবহার করা।
এ পর্যন্ত গোটা বিশ্বে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লক্ষ 56 হাজার 948 জন ভারতীয় করোনা ভাইরাস এর আক্রান্তের সংখ্যা 107, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে ভারতের টেলিকম সংস্থাগুলিও কাউকে ফোন করলেই ডিং এর পরিবর্তে শোনা যাচ্ছে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় সতর্কতামূলক পরামর্শ। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজও।মহামারির আকার ধারণ করেছে করোনা ভাইরাস। কিন্তু ইতিমধ্যেই আরেকটি নতুন সমস্যা বা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভাইরাস ।চীনের উহানে টঙ্গী হাসপাতালে চিকিৎসকদের দাবি এই ভাইরাসে আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত হতে পারে অণ্ডকোষও।ফলে বাড়তে পারে পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকি।
টঙ্গী হাসপাতালের অধ্যাপক গবেষক লি ইউফে জানান এই ভাইরাসের সংক্রমনের ফলে আমাদের ফুসফুস রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুরুষের অন্ডকোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই ভাইরাসে আক্রান্ত হলে সেরে ওঠার পর fertility examination করিয়ে নিতে হবে।