করোনা থেকে সুস্থ্য রোগীর হাতে ১৮১ পাতার বিল, সাড়ে ৮ কোটি টাকা চাইল হাসপাতাল কর্তৃপক্ষ

গোটা বিশ্বে এখন ভুগছে করোনা গ্রাসে। কবে আবার বুক ভরে নিঃশ্বাস নেবে মানুষ তার ঠিক নেই। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিশ্বে করোনা সংক্রমণ এর নিরিখে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। আমেরিকায় করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।
আমেরিকার একটি ঘটনা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মাইকেল ফ্লর নামে এক করোনা রোগী সেরে উঠতেই তার হাতে প্রায় ৮ কোটি ৫২ লক্ষ ৬০ হাজার টাকার বিল ধরালো হাসপাতাল কতৃপক্ষ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সুস্থ হয়ে এই ঘটনার অভিজ্ঞতা জানালেন মাইকেল ফ্লর।
৭০ বছর বয়সী মাইকেল ফ্লর সিটলের বাসিন্দা। তিনি বলেন, “সত্যিই, জীবন ফিরে পেয়ে যেন বড় অপরাধী হয়ে গেলাম।” তিনি জানান, বিল তো নয়, যেন একটা বিশাল বই। ১৮১ পাতার বিলে খরচের হিসেব দেওয়া আছে। বিল শুনে কিছু ক্ষণ চোখ বুজে ছিলাম। গোটা দেশের অর্থনীতির যা অবস্থা, এই বিলই বুঝিয়ে দিচ্ছে।
মাইকেল ফ্লর চিকিৎসার জন্য সিটলের ইসাকোয়ায় সুইডিস মেডিক্যাল সেন্টারে ভর্তি হন। সেই মুহূর্তে তার অবস্থা খুব গুরুতর ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড বন্ধ করে দিয়েছিল প্রায় কাজ করা। টানা ২৯ দিন ছিলেন ভেন্টিলেটরে। মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছেন মাইকেল এমনটা জানিয়েছে চিকিৎসকরা। কিন্তু এত পরিমাণ বিলের অঙ্ক দেখে মাইকেল কিছুটা অসুস্থ বোধ করছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে, আইসোলেশন চেম্বারের বিল বাবদ ধার্য করা হয়েছে ৪,০৮,৯২ ডলার। ভেন্টিলেটরে প্রতিদিন খরচ ২৮৩৫ ডলার। এছাড়া আরও অনেক খরচ আছে। সব মিলিয়ে খরচ ১.১ মিলিয়ন ডলার। করোনায় আক্রান্ত হওয়ায় সরকার থেকে আর্থিক সাহায্য মিলেছে। এছাড়া মাইকেল এর স্বাস্থ্য বিমা থাকার সুবাদে তাকে পুরো বিল দিতে হয়নি।