whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

করোনা থেকে বাঁচাতে গিয়ে জনরোষের শিকার চিকিৎসদের দল! আহত ২ চিকিৎসক

করোনা থেকে বাঁচাতে স্ক্রিনিং করতে গিয়ে বেধড়ক মার খেলো চিকিৎসক ও সাস্থকর্মীরা। অমানবিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। সূত্রের খবর অনুযায়ী, ইন্দোরের ওই এলাকার কোনো ব্যক্তির শরীরে কোভিড-১৯ এর জীবানু…

Published By: Web Desk | Updated:
Advertisements

করোনা থেকে বাঁচাতে স্ক্রিনিং করতে গিয়ে বেধড়ক মার খেলো চিকিৎসক ও সাস্থকর্মীরা। অমানবিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। সূত্রের খবর অনুযায়ী, ইন্দোরের ওই এলাকার কোনো ব্যক্তির শরীরে কোভিড-১৯ এর জীবানু প্রবেশ করেছে কি না তা পরীক্ষা করতে গেলে একদল চিকিৎসক ও সাস্থকর্মীদের উপর চড়াও হয় এলাকাবাসী।

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসকদের উপর চড়াও হওয়ার বিষয়ের এলাকাবাসীর অভিযোগ, স্ক্রিনিং-এর নামে তাদের হেনস্তা করা হচ্ছে। এরপর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এলাকায় ঢুকলে তাদের দিকে শুরু হয় ইট ও পাথরের বৃষ্টি। বেধড়ক ভাবে মারা হয় তাদের। এই ঘটনায় পাথরের আঘাতে আহত হয়েছেন দুই চিকিৎসক। অবশেষে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সূত্রের খবর, ইন্দোরের বাসিন্দাদের ক্ষোভের কারণ হিসেবে জানা যাচ্ছে, তাতপাত্তি বাখাল এলাকায় ৫৪ টি পরিবারকে হোম আইশোলেশনে রাখা হয়েছে এবং আরও বেশ কয়েকটি পরিবারকে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।