নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

করোনা থেকে বাঁচাও! কলকাতায় জাঁকজমক ভাবে গরুর পুজো করলো বিজেপি নেতা, সঙ্গে গো-মূত্র পান!

মহামারীর আকার ধারণ করেছে নোভেল করোনা ভাইরাস। মারণ ভাইরাসের হাত থেকে বাঁচার উপায় খুজতে ব্যাস্ত গোটা বিশ্বের বিজ্ঞান মহল। এদিকে ভারতের হিন্দু মহাসভার দাবি গো-মূত্র পান করলে করোনা ধারেকাছেও ঘেঁষতে পারবে না। করোনার হাত থেকে রক্ষা করবে গো-মাতা। সেই বিশ্বাসে

Published By: Sangbad Safar Desk | Updated:

মহামারীর আকার ধারণ করেছে নোভেল করোনা ভাইরাস। মারণ ভাইরাসের হাত থেকে বাঁচার উপায় খুজতে ব্যাস্ত গোটা বিশ্বের বিজ্ঞান মহল। এদিকে ভারতের হিন্দু মহাসভার দাবি গো-মূত্র পান করলে করোনা ধারেকাছেও ঘেঁষতে পারবে না। করোনার হাত থেকে রক্ষা করবে গো-মাতা। সেই বিশ্বাসে ফুল, ধুপ-ধুনো দিয়ে ঘন্টা বাজিয়ে ধুমধাম করে গরু পূজা দিলেন কলকাতার জোড়াসাঁকোর বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়।

আপনার জন্য নির্বাচিত

আজ সকাল হতেই নারায়ণবাবু শুরু করেছেন গরু পুজো। গরুর মাথায় দিয়েছেন পদ্ম ফুল, কপালে চন্দন, দুটি শিং-এ গাদা ফুলের মালা দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে গো-মাতাকে। পুজো করার সময় গরু ও গরুর শাবকটিকে খাওয়ালেন রুটি।

নারায়ণবাবু জানিয়েছেন, বিজেপি মানুষকে ভালোবাসে, মানুষের ভালো চেয়েই গো-মাতাকে পুজো দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করছেন তিনি। নারায়ণবাবুর বিশ্বাস একমাত্র গো-মাতাই পারে করোনার হাত থেকে রক্ষা করতে। তিনি আরো বলেন, গো-মাতা আমাদের ভগবান, তার মূত্র পান করলে করোনা না সেরে কি থাকতে পারে।

প্রায় দু-ঘন্টা ধরে চলে পূজার্চনা। পুজো শেষ করে সেখানে উপস্থিত সবার হাতে চরণামৃত হিসাবে গো-মূত্র ঢেলে দেন নারায়নবাবু। এরপর প্রসাদ বিলির পালা। প্রসাদ হিসাবে দেওয়া হলো লাড্ডু। তবে শুধু লাড্ডু দেওয়া হবে না। আগে গো-মূত্র পান করলে তারপরই দেওয়া হলো লাড্ডু। এই সময় সেখানে উপস্থিত ছিলেন এক পুলিশ কনস্টেবল। ভগবানের প্রসাদ রূপে তিনিও পান করলেন গো-মূত্র।