নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

করোনা তাড়াতে ঘটা করে যজ্ঞের আয়োজন বিজেপি কর্মী-সমর্থকদের!

দেবপ্রিয়া সরকার : সারাদেশে করোনা ভাইরাস যেভাবে প্রভাব বিস্তার করেছে তার জেরে সমগ্র দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাস কোন বায়ুবাহিত ভাইরাস নয় এটি মূলত একজনের মাধ্যমে আরেকজনের দেহে সংক্রমণ ঘটায়। এই সংক্রমণ প্রতিরোধে সারাদেশ জুড়ে লকডাউন

Published By: Sangbad Safar Desk | Updated:

দেবপ্রিয়া সরকার : সারাদেশে করোনা ভাইরাস যেভাবে প্রভাব বিস্তার করেছে তার জেরে সমগ্র দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাস কোন বায়ুবাহিত ভাইরাস নয় এটি মূলত একজনের মাধ্যমে আরেকজনের দেহে সংক্রমণ ঘটায়। এই সংক্রমণ প্রতিরোধে সারাদেশ জুড়ে লকডাউন রেখেছেন মোদি সরকার। মোদি সরকারের কড়া নির্দেশ বাড়ি থেকে বেরোনো একেবারেই বন্ধ। কোনো জন জমায়েত যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখছে পুলিশ প্রশাসন।

আপনার জন্য নির্বাচিত

এরমধ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নির্দেশকে নস্যাৎ করলেন খোদ বিজেপি কর্মী ওম প্রকাশ। ‌করোনা ভাইরাস প্রতিরোধে যজ্ঞের আয়োজন করা হলো খাস কলকাতায়। এই যজ্ঞের আয়োজকরা হলেন বিজেপি সদস্যরা। কলকাতার বেলেঘাটার কাদাপাড়া এলাকায় ৩১ নম্বর ওয়ার্ডের একটি মন্দিরে আয়োজন করা হয়েছে সেই যজ্ঞের। মন্দিরের বাইরে ‘করোনা নিবারণে যজ্ঞ’ বলে হোডিং দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সকলের প্রশ্ন, এই যজ্ঞে কি আদৌ করোনা ভাইরাসের মোকাবিলা সম্ভব?

প্রশ্নের উত্তরে যজ্ঞের আয়োজক বিজেপি সমর্থক ওম প্রকাশ বলেন, “সনাতন হিন্দু ধর্মে এই ধরনের সমস্যা হলে যজ্ঞের বিধান দেওয়া আছে। তাই যজ্ঞের মাধ্যমে এই রোগ নিরাময় হবেই।” এছাড়া তিনি আরও বলেন, “পুজো করতে বাঁধাও দেননি প্রধানমন্ত্রী। তাই এই আয়োজন।” সমাজের একদল বিশিষ্ট ব্যক্তিরা বিজেপি সমর্থকদের এই রূপ অন্ধ বিশ্বাস দেখে তাদের বিকৃত মস্তিষ্কের মানুষ বলে বর্ণনা করেছেন। করোনার চিকিৎসা না করে এরূপ অন্ধবিশ্বাস নিয়ে থাকলে সমস্যা বাড়বে এবং সমাজের ক্ষতি হবে বলে মনে করছেন তাঁরা।