whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

বাংলার বুকে ফের কুসংস্কার! করোনা তাড়াতে পূজিত শিল-নোড়া! চাঞ্চল্য গোটা এলাকায়

করোনার ভয়ে কাঁপছে গোটা বিশ্বের মানুষ। ভারতেও প্রতিদিন বেড়ে চলেছে করোনার প্রকোপ। করোনার হাত থেকে বাঁচতে, গোমূত্র পান, গরুর গোবরের ঘুঁটে ব্যবহার, বাড়ির মাটির খুঁড়ে কয়লা বের করে কপালে টিপ…

Published By: Web Desk | Updated:
Advertisements

করোনার ভয়ে কাঁপছে গোটা বিশ্বের মানুষ। ভারতেও প্রতিদিন বেড়ে চলেছে করোনার প্রকোপ। করোনার হাত থেকে বাঁচতে, গোমূত্র পান, গরুর গোবরের ঘুঁটে ব্যবহার, বাড়ির মাটির খুঁড়ে কয়লা বের করে কপালে টিপ দেওয়া এরকম বহু কুসংস্কার ইতিমধ্যে দেখা গেছে। এমনকি গোমূত্র পার্টির আয়োজন করেছিল হিন্দু মহাসভা। এবার আর গোমূত্র পান নয়, করোনা তাড়াতে করা হলো শিল-নোড়া পুজো।

আপনার জন্য নির্বাচিত

ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরে। গতকাল রাত ৯ টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সকলে যখন ঘরের লাইট অফ করে প্রদীপ মোমবাতি জ্বালাচ্ছিলেন। ঠিক সেই সময়ে শিল-নোড়া পুজো শুরু হয় শ্রীরামপুরের চন্দ্রমোহন রায় লেনের একটি বাড়িতে। তুলসী মন্দিরের সামনে একটি শিলের উপর নোড়া দাঁড় করিয়ে বেশ ভক্তি সহযোগে পুজো করা হয়। ক্ষীণ সময়ের মধ্যে পাড়ায় রটিয়ে যায় এই খবরটি। সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন এসে উপস্থিত হয় সেখানে। অনেকে আবার প্রণামও করে যান।