করোনা চিকিৎসকদের উৎসাহ দিতে আসছে ‘ডক্টর ম্যাংগো’

বাইরে এখন তীব্র রোদের আজ সঙ্গে গরম এই সময় কাঁচা আমের এক গ্লাস শরবত সারা শরীরে এনে দিতে পারি প্রশান্তি। কাচা হোক বা পাকা আম সকলের যে কতটা প্রিয় তা আর আলাদা করে বলা অপেক্ষা রাখেনা। গ্রীষ্মকাল মানে আমের শরবতের প্রাণটাকে শীতল আর শরীরটাকে চাঙ্গা করার সুযোগ, গ্রীষ্মের সময়টা যেন একা এই ফলের রাজার অধিকার। কিন্তু সেই ফলের রাজা আমের সরাবরাহ মার খাচ্ছে করোনা ভাইরাসের মহামারীর কারনে।
কিন্তু স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে সেই আমের নামকরণ এবার করা হলো। আর যিনি নামকরণ করেছেন তিনি এর আগে বিভিন্ন সেলিব্রেটিদের নামে আমের নাম দিয়েছেন। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এবার বাজারে এসেছে ডক্টর ম্যাংগো। করোনা মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বা যে কাজ করে চলেছে তাদের কাজের উৎসাহ দিতেই এই নামকরণ করা হয়েছে।
যিনি নামকরণ করেছেন তিনি উত্তর ভারতের একজন নামকরা আম চাষী যার নাম হাজী কালিমোল্লা। তাকে এলাকায় লোকে ম্যাংগো ম্যান নামেই চেনে। এর আগে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন মালিহাবাদের এই বাসিন্দা। সম্প্রতি তিনি নতুন প্রজাতির আমের কথা জানিয়েছেন। এই নতুন প্রজাতির আমের নাম রেখেছেন ডক্টর ম্যাঙ্গো। প্রসঙ্গত তিনি এর আগেও আমের নামকরণ করেছেন সেলিব্রেটিদের নামে গত বছর তিনি অমিত শাহের নামে আমির নামকরণ করেন 2015 সালে উনি নরেন্দ্র মোদীর নামে আমের নাম রেখেছিলেন।