‘করোনা ঘোড়ায় চেপে জমরাজ পুলিশ’! সুনসান রাস্তাঘাট

করোনা ভাইরাসের দাবানল এতটাই প্রখর যে কিছু মাসের মধ্যে তা চীনের উৎপত্তি হয়ে গোটা বিশ্বে ছেয়ে গেছে।আর এর ফলে করোনার চিতায় জ্বলতে হয়েছে বহু মানুষকে।জনজীবনকে স্তব্ধ করে দিয়েছে। দেশজুড়ে চলছে লকডাউন বন্ধ প্রায় সবকিছুই।কিন্তু দেশের আর দশের স্বার্থে কর্মবিরতি নেই ডাক্তার পুলিশ এই মানুষগুলো।নিজের জীবনে ঝুঁকি নিয়েও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।
আর করোনার এই সচেতনতা বৃদ্ধিতে অভিনব উদ্যোগ নিয়েছে কর্নুল পুলিশ। মঙ্গলবার অন্ধপ্রদেশের রাস্তায় দেখা মিলেছে একটি ঘোড়া কিন্তু এই ঘোড়াটির বিশেষত্ব হল ঘোড়াটির গায়ে আকা হয়েছে গোলাপী বিন্দু যা করোনা ভাইরাসের প্রতীক। আর এটি এঁকেছে সাব ইন্সপেক্টর মারুতি শঙ্কর। তার বক্তব্য হল ঘোড়া হল দ্রুততার প্রতীক ঘোড়ার গায়ে করোনা আকা অর্থাৎ জনগনকে সচেতন করার জন্য বোঝানোর জন্য যে কত তাড়াতাড়ি ছেয়ে যেতে পারে এই ভাইরাস। বয়স্ক মানুষ যারা খবর শোনেননা এই প্রচেষ্টা তাদের জন্য যথেষ্ট সফল হয়েছে।
এ প্রসঙ্গে তিনি আরো বলেছেন যে শহরের মত প্রচার আমাদের এই অনুন্নত জায়গায় করা সম্ভব না তাই পুলিশ সুপার জানিয়েছিল নতুন ধারণা নিয়ে আসতে সেখান থেকেই তার এই চেষ্টা।অনেক জায়গায় কর্নুল পুলিশ ঘুরে বেড়াচ্ছে যমরাজ সেজে। এছাড়াও তিনি জানিয়েছেন ঘোড়াটির ওপর যে কালি ব্যবহার করা হয়েছে ।সেটি সহজেই ধুয়ে ফেলা যায় অর্থাৎ এর থেকে ঘোড়াটির কোনো সমস্যা হবে না।তার এই ভাবনাকে অনেকেই প্রশংসা করেছেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল ও হয়ে গেছে ইতিমধ্যেই।